২৭ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ১৮:১৮, ১৭ অক্টোবর ২০২০

আপডেট: ২১:৩৭, ১৭ অক্টোবর ২০২০

আড়াইহাজারে ইলিশ ধরায় কারেন্ট জাল জব্দসহ গ্রেফতার ১

আড়াইহাজারে ইলিশ ধরায় কারেন্ট জাল জব্দসহ গ্রেফতার ১

প্রেস নারায়ণগঞ্জ: আড়াইহাজারে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ৫ কেজি ইলিশ, ২৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দসহ এক জেলেকে গ্রেফতার করেছে উপজেলা মৎস্য বিভাগ ও নৌ পুলিশ। এসময় জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে মেঘনা নদী থেকে রফিক নামের ওই জেলেকে আটক করা হয়। আটককৃত রফিক বাঞ্জারামপুর উপজেলার বাহেরচর গ্রামের মৃত সাদেক আলীর ছেলে।

উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মাহমুদা আক্তার জানান, শনিবার সকাল থেকেই আড়াইহাজারের মেঘনা নদীর বিভিন্ন সীমানায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইলিশ ধরার সময় রফিককে আটক করা হয় এবং ২৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। অভিযানের সময় ৫ কেজি ইলিশ পাওয়া যায়। এই গুলো এতিমখানায় দিয়ে দেওয়া হয়। আটককৃত রফিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এবং জব্দকৃত কারেন্ট জাল খাগকান্দা এলাকায় পুড়িয়ে ফেলা হয়।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়