২৭ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২২:০৮, ৩ অক্টোবর ২০২০

আড়াইহাজারে গরু ডাকাতির ঘটনায় গ্রেফতার ১

আড়াইহাজারে গরু ডাকাতির ঘটনায় গ্রেফতার ১

প্রেস নারায়ণগঞ্জ: আড়াইহাজারে এগ্রো ফার্মে ঢুকে নৈশ প্রহরীকে বেঁধে প্রহার করে ৯টি বড় ষাড় ডাকাতির ঘটনায় এক সন্দেহভাজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৩ অক্টোবর) তাকে তথ্য প্রযুক্তির মাধ্যমে সন্দেহজনকভাবে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত হলেন সালাম (৩২)। সালাম ব্রাহ্মণদী ইউনিয়নের উজানগোবিন্দি গ্রামের আমাদ উদ্দিনের ছেলে।

আড়াইহাজার থানার উপপরিদর্শক গাজী সালেহ আহমেদ জানান, তথ্য প্রযুক্তির মাধ্যমে সম্পৃক্ততা পেয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে গ্রেফতার করা হয়েছে।

প্রসঙ্গত, শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোরে উপজেলার ব্রাহ্মণদী ইউনিয়নের দিঘলদী গ্রামের আজাদ খান সোহাগ ও হাসান আল মামুনের মালিকানাধীন আজাদ আগ্রো ফার্মে এ ডাকাতি সংঘটিত হয়। ৯টি গরুর দাম প্রায় ১৫ লাখ টাকা বলে জানায় মালিকপক্ষ।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়