০৮ মে ২০২৪

প্রকাশিত: ২২:৪৪, ৩ সেপ্টেম্বর ২০২২

আপডেট: ২২:৪৭, ৩ সেপ্টেম্বর ২০২২

এখনও অনেকেই পরীক্ষা নেয়ার কথা বলেন: শামীম ওসমান

এখনও অনেকেই পরীক্ষা নেয়ার কথা বলেন: শামীম ওসমান

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বলেছেন, ‘এখনও অনেকেই পরীক্ষা নেয়ার কথা বলেন৷ অবস্থান পরিষ্কার করেন৷ বিএনপি, জামাত আর ওই সুশীলদের বিরুদ্ধে অবস্থান পরিষ্কার করতে হবে৷ ক্ষমতায় এসেছি শেখ হাসিনার জন্য৷ শেখ হাসিনা কোথায় কোন ডিসিশন নেবেন এই ব্যাপারে কারও জিজ্ঞাসা করার ক্ষমতা থাকার কথা না৷ শেখ হাসিনার উপরে কেউ নাই, এটা আমি বিশ্বাস করি৷’

শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে তিনি এসব কথা বলেন৷

তিনি আরও বলেন, ‘পঁচাত্তরের পর থেকে আমরা রাজনীতি শুরু করি৷ আমার পরিচয় একটাই, আমি শেখ হাসিনার কর্মী ছিলাম, আছি এবং কর্মী থেকেই মৃত্যুবরণ করবো৷ আমি সেই শামীম ওসমান যার উপরে ২০০১ সালে বোমা হামলা করা হয়েছিল৷ স্বাধীনতাবিরোধীদের নারায়ণগঞ্জে প্রবেশ নিষেধ করেছিলাম বলে আওয়ামী লীগ অফিসে আমাদের উপর বোমা হামলা হয়েছিল৷’

তিনি বলেন, ‘সোনারগাঁয়ে কিছু দ্বন্দ্ব আছে, কিছু ভুল বোঝাবুঝি আছে৷ আমাদের ক্যান্টনমেন্ট করতে হবে, আওয়ামী লীগের ক্যান্টনমেন্ট৷ ওরা আমাদেরকে বারবার হুমকি দেয়৷’

শামীম ওসমান বলেন, ‘বড় বড় কথা বলতে অনেকের লজ্জা লাগাতো উচিত৷ বড় বড় কথা অনেকেই বলতে পারবেন, কারা, কোন পরিবারের কতজন, কতবার গ্রেপ্তার হয়েছে সেটা দেখার বিষয় আছে৷ বঙ্গবন্ধু কন্যা যখন বলেন, পঁচাত্তরের ১৫ আগস্টে যখন বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হয় দুইদিন লাশ পড়েছিল কেউ ধরে নাই, তখন আমার লজ্জা লাগে৷’

সাংসদ বলেন, ‘শেখ হাসিনা আওয়ামী লীগের সম্পদ না, বাংলাদেশের আগামীর ভবিষ্যত৷ শেখ মুজিবুর রহমান আমাদের স্বপ্ন ছিল৷ আমাদের স্বপ্নকে মেরে ফেলা হয়েছিল৷ সামনে প্রচন্ড আঘাত আসবে৷ আঘাত মোকাবেলা করতে ঐক্যবদ্ধ সুশৃঙ্খল একটা দল দরকার৷ সবাই মিলে ঐক্যবদ্ধ সোনারগাঁ করবো৷ প্রয়োজনে প্রতিটা ঘরে ঘরে এসে কাজ করবো৷ সোনারগাঁ আওয়ামী লীগের ছিল, ভবিষ্যতেও থাকবে৷’

শামীম ওসমান বলেন, ‘তারা হুঙ্কার দিচ্ছে রাজপথে নামার৷ এ কারণে নারায়ণগঞ্জের রাজপথে নেমেছিলাম৷ বলেছিলাম, খেলতে চাইলে আসেন, আমরা প্রস্তুত আছি৷’

শামসুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথি ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই সম্মেলনের উদ্বোধন করেন। দ্বিতীয় পর্বে আব্দুল হাইয়ের সভপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নজিবুল্লা হিরু, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু প্রমুখ।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়