২৬ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ১৩:০৮, ১২ এপ্রিল ২০২১

চাষাঢ়ায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ ২

চাষাঢ়ায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ ২

প্রেস নারায়ণগঞ্জ: নগরীর চাষাঢ়ায় একটি বহুতল ভবনের ছাদে চিলেকোঠায় লিকেজ থেকে জমা গ্যাস বিস্ফোরণে দুইজন দগ্ধ হয়েছেন৷ রোববার (১১ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে শহরের প্রেসিডেন্ট রোডের জিএম গার্ডেন নামক ভবনটিতে এ ঘটনা ঘটে।

দগ্ধ হয়েছেন উজ্জ্বল ও মানিক নামের দুই ব্যক্তি৷ তারা দু’জনই ওই ভবনের নিরাপত্তাকর্মী৷ ঘটনার পর তাদের নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নেওয়া হয়৷ পরে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়৷

বহুতল ভবনের বাসিন্দা প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনটির ছাদের একটি কক্ষে গ্যাসের সংযোগ ছিল। ছাদে কোনো অনুষ্ঠানের আয়োজন করা হলে কক্ষটিকে রান্নার কাজে ব্যবহার করা হয়৷ ভবনের অষ্টম তলায় গ্যাস লিকেজের সমস্যা তৈরি হয়৷ লিকেজ থেকেই বদ্ধ ওই কক্ষে গ্যাস জমেছিল৷ সিগারেটের আগুন হাতে কক্ষে প্রবেশ করতেই বিকট শব্দে বিস্ফোরণ হয়৷

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, ঘটনাস্থলে সিগেরেটের অংশ পাওয়া গেছে৷ বদ্ধ ঘরে জমা গ্যাস থেকেই এ বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিক ধারণা৷ এ ঘটনায় দগ্ধ দুই ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়৷ তাদের শরীরের বেশ কিছু অংশ ঝলসে গেছে৷

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়