২৭ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২০:৩৩, ৫ ফেব্রুয়ারি ২০২৩

আপডেট: ২৩:৫৭, ৫ ফেব্রুয়ারি ২০২৩

তরুণদের মাদকমুক্ত রাখতে চাই নিয়মিত খেলাধুলা: মেয়র আইভী

তরুণদের মাদকমুক্ত রাখতে চাই নিয়মিত খেলাধুলা: মেয়র আইভী

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘আলাউদ্দিন খান স্টেডিয়ামের মাঠ ঠিক রাখতে পারছি না। সময়সূচি ঠিক থাকতে হবে। ইতোমধ্যে ডিএসএস ক্লাব মাঠ করে দিয়েছি। সেখানে খেলা চলছে। নদীর ওপারেও অনেক মাঠ আছে। প্রাক্তন খেলোয়াড়রা যেন এইসব মাঠগুলোর ব্যাপারে যতœশীল হোন সেই আশা করবো। তরুণদের মাদকমুক্ত রাখার জন্য নিয়মিত খেলাধুলা পরিচালনা করতে হবে। কিশোর-তরুণদের মাদকমুক্ত রাখতে নিয়মিত খেলাধুলার বিকল্প নাই।’

রোববার (৫ ফেব্রুয়ারি) বিকেলে শেখ রাসেল নগর পার্কের অভ্যন্তরীণ মাঠটিতে আয়োজিত এক প্রীতি ফুটবল ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘খানপুরে আমাদের দুইটা মাঠ রয়েছে। বরফকল মাঠটি দখলের চেষ্টা করা হচ্ছে। মাঠটি যাতে রক্ষা করতে পারেন সেই উদ্যোগ স্থানীয়দের নিতে হবে।’

খেলায় বিজয়ী দলকে অভিনন্দন জানান সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

এই সময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আব্দুল কাদির, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আহসান হাবীব, সিটি করপোরেশনের ১৪ নম্বর ওয়ার্ড  কাউন্সিলর মনিরুজ্জামান মনির, ১৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনোয়ার হোসেন, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক ও বঙ্গসাথী ক্লাবের সভাপতি আহাম্মদ আলী রেজা উজ্জ্বল প্রমুখ।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়