০২ মে ২০২৪

প্রকাশিত: ০০:২২, ১ ডিসেম্বর ২০২২

আপডেট: ০০:২৭, ১ ডিসেম্বর ২০২২

নকশার বাইরে ৯ বহুতল ভবনের বর্ধিতাংশ ভেঙে জরিমানা ১৩ লাখ

নকশার বাইরে ৯ বহুতল ভবনের বর্ধিতাংশ ভেঙে জরিমানা ১৩ লাখ
ফাইল ছবি

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ নগরীর আমলাপড়ায় নির্মাণাধীন ভবনসহ ৯টি বহুতল ভবনের নকশা বহির্ভূত বর্ধিতাংশ ভেঙ্গে দিয়েছে রাজউক। এ সময় ১৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৩০ নভেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চালানো হয়। রাজউকের জোট-৮’র পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়া ইয়াহ্ খানের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযানে অথরাইজড কর্মকর্তা শুভঙ্কর সুস্ময় রায় ও ইমারত পরিদর্শক সোহেল রানাসহ বিপুল সংখ্যক পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ইমরাত পরিদর্শক সোহেল রানা জানান, নকশাবহির্ভূত ভবন নির্মাণ, সড়কের জমি দখল করে ভবন নির্মাণ করার বিষয়টি রাজউকের নজরে এলে ভবন মালিকদের নোটিশ দেয়া হয়। কিন্তু তারা নোটিশের জবাব না দিয়ে বিধিনিষেধ অমান্য করে নির্মাণ কাজ চালাচ্ছিল। পরে নিয়ম অনুযায়ী রাজউক উচ্ছেদ অভিযান চালিয়ে আমলাপাড়ার শামসুন্নাহার, মীর আমান উল্লাহ গং, আলী হোসেন ভূঁইয়া, আকতার হোসেন, মো. পারভেজ, মো. হাসান রেজা, আব্দুল কাদির হাজী, হাজী মহিউদ্দিন আহমেদ ও হাজী আনোয়ার হোসেনসহ মোট ৯টি ভবনে বর্ধিত অংশ ভেঙ্গে দেয়া হয়। এ সময় ১৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়