৩০ এপ্রিল ২০২৪

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:০৩, ১৭ এপ্রিল ২০২৪

ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে চীনা প্রকৌশলীর মৃত্যু

ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে চীনা প্রকৌশলীর মৃত্যু

নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক শিল্পনগরীতে একটি বিদ্যুৎকেন্দ্রের নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক চায়না প্রকৌশলীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ৷ বুধবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে৷

নিহত প্রকৌশলীর নাম জাং জি বিন (৫৫)৷ তিনি চীনের নাগরিক বলে জানিয়েছে পুলিশ৷

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম জানান, বিসিক শিল্পনগরীর ভেতরের একটি বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণাধীন ভবনের একতলা থেকে নিচে পড়ে গেলে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়৷ পরে বেলা সোয়া ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক৷

ঢামেক হাসপাতালে নিয়ে আসা দোভাষী সেলিম রেজা ও নির্মাণ শ্রমিক আব্দুল খালেক বলেন, পঞ্চবটিতে একটি বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণাধীন ভবনের একতলায় তার রাখার ফাঁকা জায়গার পাশে কাঠের উপর দাঁড়িয়ে কাজের নির্দেশনা দিচ্ছিলেন ওই প্রকৌশলী৷ এমন সময় ওই ফাঁকা জায়গা দিয়ে উপর থেকে আন্ডারগ্রাউন্ডে পড়ে যান৷

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে৷

ফতুল্লা মডেল থানার ওসি নূরে আযম বলেন, নিহত জাং জি বিন প্রকৌশলী হিসেবে নির্মাণাধীন ভবনটিতে কর্মরত ছিলেন৷ চায়না নাগরিক এ প্রকৌশলী রাজধানীর মুগদা এলাকায় থাকতেন।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি৷
 

সর্বশেষ

জনপ্রিয়