২৭ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ১১:৩৮, ২৭ সেপ্টেম্বর ২০২০

আপডেট: ১৮:৩৬, ২৭ সেপ্টেম্বর ২০২০

নারায়ণগঞ্জ শহরে ১৪৪ ধারা জারি

নারায়ণগঞ্জ শহরে ১৪৪ ধারা জারি

প্রেস নারায়ণগঞ্জ: মুফতি জিহাদীর মুক্তিকে কেন্দ্র করে আহলে সুন্নাত ওয়াল জামাআত ও নারায়ণগঞ্জ ওলামা পরিষদের পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করেছে৷ দুই পক্ষের সমাবেশকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন৷ সভা-সমাবেশ করার বিষয়ে নিষেধাজ্ঞা থাকলেও যানবাহন চলাচল ও মার্কেট ও দোকানপাট খোলা থাকবে৷

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে সভা-সমাবেশের ক্ষেত্রে নারায়ণগঞ্জ শহরে ১৪৪ ধারা জারি করেছেন জেলা ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন৷ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ভবন থেকে চাষাঢ়া শহীদ মিনার এবং খানপুর ৩শ শয্যা হাসপাতাল পর্যন্ত সড়কে এই ১৪৪ ধারা বহাল থাকবে। 

১৪৪ ধারা জারি করে দেয়া আদেশে জেলা ম্যাজিস্ট্রেট উল্লেখ করেছেন, যেকোন ধরণের জটলা, সভা, মিছিল কিংবা সমাবেশ অথবা যেকোন ধরণের অস্ত্র বহন ও সন্দেহজনক ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ। নির্ধারিত এলাকায় শান্তি শৃঙ্খলায় ব্যঘাত সৃষ্টি করে এবং উৎসাহ প্রদান করে এমন কোন কাজ করা যাবে না। সমাবেশের উদ্দেশ্যে কোন মাইক বা হর্ন ব্যবহার করা যাবে না। জরুরী সেবায় নিয়োজিত যানবাহন এই আদেশের আওতার বাহিরে থাকবে এবং এই আদেশ আইন শৃঙ্খলা রক্ষা নিয়োজিত বাহিনীর ক্ষেত্রে প্রযোজ্য হবে না। 

বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাদিজা তাহেরা ববি বলেন, সভা-সমাবেশের ক্ষেত্রে নারায়ণগঞ্জ শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে৷ কোনো মাইক বা কিছুই বাজানো যাবে না৷ আগামী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে৷

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়