২৬ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২৩:০৮, ৩০ নভেম্বর ২০২২

আপডেট: ২৩:১১, ৩০ নভেম্বর ২০২২

নারায়ণগঞ্জে তিন জায়গায় ককটেল বিস্ফোরণ

নারায়ণগঞ্জে তিন জায়গায় ককটেল বিস্ফোরণ

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের পৃথক তিনটি স্থানে মশাল মিছিলের পর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (৩০ নভেম্বর) সন্ধ্যা ছয়টা থেকে সাতটার মধ্যবর্তী সময়ে তিন থানা এলাকায় এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মী এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ পুলিশের। এদিকে বিএনপি নেতাদের দাবি, আগামী ১০ ডিসেম্বরে ঢাকায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নেতা-কর্মীদের ঠেকাতে ‘গায়েবি’ মামলার অংশ হিসেবে এই ঘটনা সাজানো হচ্ছে।

উল্লেখ্য, গত ১২ দিনে নারায়ণগঞ্জের সাত থানায় পৃথক সাতটি মামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের পাঁচ শতাধিক নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। সাত মামলার চারটিরই বাদী পুলিশ। তিনটির দু’টি ছাত্রলীগের দুই কর্মী এবং একটি শ্রমিক লীগের এক নেতা বাদী হয়েছেন।

পুলিশ বলছে, নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় উপশহর ডাকঘরের সামনে বঙ্গবন্ধু সড়ক, সিদ্ধিরগঞ্জের মৌচাকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও ফতুল্লার সস্তাপুরে কমর আলী স্কুলের সামনে মশাল মিছিলের পর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল থেকে মশালের জন্য ব্যবহৃত বাঁশের লাঠি, টিনের কৌটা, পোড়া টায়ার ও বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ আলামত হিসেবে জব্দ করেছে। রাত দশটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত তিন থানায় কোনটিতেই মামলা হয়নি।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা বলেন, ‘সন্ধ্যা ছয়টার দিকে শহরের চাষাঢ়ায় উপশহর ডাকঘরের সামনে মশাল মিছিল শেষে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মশাল ও বিস্ফোরিত ককটেলের অংশ আলামত হিসেবে জব্দ করেছে। নাশকতা করে জনমনে ত্রাস সৃষ্টির উদ্দেশ্যে বিএনপি ও অঙ্গসংগঠনের লোকজনই এই ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছি। বিষয়টি তদন্তানাধীন রয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান বলেন, ‘সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মশাল মিছিল করে টায়ার পুড়িয়ে সড়কে প্রতিবন্ধকতা করা হয়। পরে সড়কের উপর ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। মশাল মিছিলের সময় খালেদা জিয়া ও তারেক জিয়ার নামে স্লোগান দেওয়া হয়। এই ঘটনা বিএনপির লোকজনই ঘটিয়েছে বলে ধারণা করছি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মশালের জন্য ব্যবহৃত লাঠি, টিনের কৌটা, বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ জব্দ করেছে।’

সন্ধ্যায় ফতুল্লা মডেল থানার সস্তাপুর এলাকায় কমর আলী স্কুলের সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানান ওই থানার ওসি রিজাউল হক দিপু। তিনি বলেন, ‘ঘটনাস্থল থেকে মশাল ও ককটেলের বিস্ফোরিত অংশ আলামত হিসেবে সংগ্রহ করেছে পুলিশ। এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়