২৭ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২৩:৪৫, ৮ জুন ২০২৩

আপডেট: ২৩:৪৫, ৮ জুন ২০২৩

নিটিং ওনার্স এসোসিয়েশনে নিট ঐক্য ফোরামের জয়জয়কার

নিটিং ওনার্স এসোসিয়েশনে নিট ঐক্য ফোরামের জয়জয়কার

প্রেস নারায়ণগঞ্জ: বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশন (বিকেওএ) নির্বাচনে ২০ টি পদে নির্বাচিত হয়েছেন সেলিম সারোয়ার নেতৃত্বাধীন নিট ঐক্য ফোরাম প্যানেল। অপরদিকে সম্মিলিত নিট ঐক্য পরিষদের মাত্র একজন প্রার্থী জয়লাভ করেছেন। বৃহস্পতিবার (৮ জুন) রাতে বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশন এর দ্বি বার্ষিক নির্বাচন পরিচালনার জন্য গঠিত নির্বাচন বোর্ডে চেয়ারম্যান মোহাম্মদ হাতেম এই ফলাফল ঘোষণা করেন।

সম্মিলিত নিট ঐক্য পরিষদের প্যানেলের ২১ জনের মধ্য থেকে প্যানেল প্রধান মো. আবু তাহের (শামীম) জয়ী হয়েছেন। বিকেওএ দ্বি বার্ষিক নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৭১ জন। এর মধ্যে ৩৫৩ জন ভোটার কেন্দ্রে এসে ভোট দিয়েছে।

বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশন এর দ্বি বার্ষিক নির্বাচনে নির্বাচিতরা হলো, সেলিম সারোয়ার, মো. কামাল হোসেন, নির্মল চন্দ্র রায়, মো. মজিবর রহমান, মো. মহসীন মৃধা, মো. রায়হান আলী, মো. আবুল বাসার, রকিবুল হাসান রাকিব, মো. সিরাজুল ইসলাম চৌধুরী, মো. নুরুজ্জামান খাঁন, আবু বকর সিদ্দিক আবুল, আবু সাইদ, মো. মিজানুর রহমান (মিজান), মো. আলী রেজা, মো. বশির আহম্মেদ আক্তার, মো. কোরাইশ মল্লিক, মো. আবু জাফর হাওলাদার, জাকির হোসাইন, মো. শফিকুর রহমান ও মো. ইদ্রিস মিয়া।

অন্য দিকে সম্মিলিত নিট ঐক্য পরিষদ প্যানেল থেকে প্যানেল প্রধান মো. আবু তাহের (শামীম) জয়ী হয়েছেন।

 

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়