২৭ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২০:৫৪, ১৮ জুন ২০২১

আপডেট: ২০:৫৪, ১৮ জুন ২০২১

ফতুল্লার জোড়া খুন মামলার আসামি শহীদ গ্রেফতার

ফতুল্লার জোড়া খুন মামলার আসামি শহীদ গ্রেফতার

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশীপুরে জোড়া খুনের মামলার এজাহারনামীয় পলাতক আসামি শহীদকে গ্রেফতার করেছে তদন্তকারী সংস্থা পিবিআই৷ বৃহস্পতিবার (১৭ জুন) দিবাগত মধ্যরাতে মুন্সিগঞ্জ জেলার কোড়েরপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়৷ দুপুরে তাকে পিবিআইয়ের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ে আনা হয়৷

মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন নারায়ণগঞ্জ জেলার উপপরিদর্শক (এসআই) শাকিল আহমেদ জানান, ২০১৭ সালের ১৩ অক্টোবর কাশীপুর ইউনিয়নের হোসাইনীনগর এলাকায় সংঘটিত জোড়া খুনের মামলার এজাহারনামীয় ৬ নম্বর আসামি শহীদ৷ এই মামলার আরেক আসামির দেওয়া জবানবন্দিতেও এই আসামির নাম এসেছে৷ সে দীর্ঘদিন পলাতক ছিল৷ গোপন সূত্রের মাধ্যমে পাওয়া তথ্যের ভিত্তিতে জোড়া খুন মামলার এই দুর্ধর্ষ আসামিকে মুন্সিগঞ্জ জেলার প্রত্যন্ত অঞ্চল কোড়েরপাড় এলাকা হতে গ্রেফতার করা হয়৷ গতরাতে গ্রেফতার করা হলেও সংশ্লিষ্ট থানায় আইনানুগ কার্যক্রম শেষে তাকে দুপুরে নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ে আনা হয়৷ আসামিকে জিজ্ঞাসাবাদ করছে পিবিআই৷

গত ২০১৭ সালের ১২ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে ফতুল্লা থানাধীন কাশীপুর ইউপির হোসাইনী নগর এলাকায় একটি গ্যারেজে তুহিন হাওলাদার মিলটন (২৫) ও পারভেজ (২৪) নামের দুই যুবককে কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় ভুক্তভোগী পরিবারের কেউ আতঙ্কে মামলা করার সাহস পায়নি৷ পরে ফতুল্লা মডেল থানার এসআই মোজাহারুল ইসলাম বাদী হয়ে পরদিন রাতে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই এলাকার জাহাঙ্গীর আলম বেপারীকে প্রধান আসামি করে ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও শতাধিক ব্যক্তিকে মামলায় আসামি করা হয়৷

মামলার এজাহারে বলা হয়, নিহতরা ওই এলাকার মাদক নিয়ন্ত্রক, সন্ত্রাসী ও ভূমিদস্যু জাহাঙ্গীর বেপারী গ্রুপের সহযোগী ছিলেন। মাদক ব্যবসা, অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিহত তুহিন হাওলাদার মিলটন ও জাহাঙ্গীর বেপারী বিভক্ত হয়ে পৃথক গ্রুপ তৈরি করে এবং তারা দুজন নেতৃত্ব দেয়। অভিযোগে বলা হয়, গত ৮ অক্টোবর রাত ১১টার দিকে মিলটনের নেতৃত্বে তার লোকজন জাহাঙ্গীর আলম বেপারী গ্রুপের সদস্য বাপ্পীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। ওই ঘটনার জের ধরে জাহাঙ্গীর আলম বেপারীর নেতৃত্বে আসামিরা ১২ অক্টোবর রাত সোয়া ৯টায় কাশীপুর হোসাইনী নগর এলাকায় রাজীবের রিকশা গ্যারেজে ধারালো অস্ত্র দিয়ে মিলটন ও তার কর্মচারী পারভেজকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে। আলামত নষ্ট করতে রিকশা গ্যারেজটিতে আগুন ধরিয়ে দেয় বলেও মামলায় উল্লেখ করা হয়। বিভিন্ন সময় এই মামলায় কয়েকজন আসামি গ্রেফতার হয়েছেন৷ তাদের মধ্যে একাধিক আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন৷ বর্তমানে মামলাটি পিবিআইতে তদন্তাধীন রয়েছে৷

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়