২৭ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ১১:৪৩, ৩১ জানুয়ারি ২০২৩

আপডেট: ১৭:৩১, ৩১ জানুয়ারি ২০২৩

আইনজীবী সমিতিতে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়

আইনজীবী সমিতিতে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি (বার) নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়েছে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল৷ সতেরোটি পদের মধ্যে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৬টি পদেই বিপুল ভোটের ব্যবধানে জিতেছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা৷ মাত্র একটি সদস্য পদে বিএনপি সমর্থিত প্রার্থী জিতেছেন৷

সোমবার (৩০ জানুয়ারি) রাতে ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া ফলাফল ঘোষণা করেন৷ এর আগে সকাল নয়টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ভোটগ্রহণ চলে৷

সভাপতি পদে হাসান ফেরদৌস জুয়েল ৭৮৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন৷ তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আহসান হাবীব শাহীন পান ২৭৯ ভোট৷

সাধারণ সম্পাদক পদে মোহসীন মিয়া ৭৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন৷ বিপরীতে আনোয়ার প্রধান ৩২২ ভোট পেয়েছেন৷

আওয়ামী লীগের প্যানেল থেকে বিজয়ী অন্যরা হলেন- সিনিয়র সহসভাপতি আলাউদ্দিন আহমেদ, সহসভাপতি রবিউল আমীন রনি, যুগ্ম সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন, কোষাধ্যক্ষ মোহাম্মদ স্বপন ভূঁইয়া, আপ্যায়ন সম্পাদক অঞ্জন দাস, লাইব্রেরি সম্পাদক মো. এরশাদুজ্জামান ইমন, ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রাজিয়া আমিন কানচি, সমাজসেবা সম্পাদক মানজুদুল রশিদ রিফাত, আইন ও মানবাধিকার সম্পাদক দেলোয়ার হোসেন, কার্যকরী সদস্য নারায়ণ চন্দ্র সাহা, হালিমা আক্তার, মোহাম্মদ আলী আকবর, নূরী নাজমুল আলম৷

বিএনপি প্যানেলের একমাত্র বিজয়ী কার্যকরী সদস্য হলেন আদনান মোল্লা৷ তিনি পেয়েছেন ৫৫৮ ভোট৷ এ প্যানেলের বাকি ১৬ জনই পরাজিত হয়েছেন৷

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়