২৭ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ১৩:৪৭, ১৩ অক্টোবর ২০২০

আপডেট: ২০:২৯, ১৩ অক্টোবর ২০২০

বাসি খাবার বিক্রি, হোয়াইট হাউজ-সুগন্ধা-মেলা ফুডকে জরিমানা

বাসি খাবার বিক্রি, হোয়াইট হাউজ-সুগন্ধা-মেলা ফুডকে জরিমানা

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে বাসি খাবার বিক্রির অপরাধে হোয়াইট হাউজ, সুগন্ধা ফুড প্রোডাক্ট ও মেলা ফুড ভিলেজকে ১লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (১৩ অক্টোবর) শহরের চাষাঢ়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলার সহকারী পরিচালক সেলিমুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

সেলিমুজ্জামান জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত অভিযানের অংশ হিসেবে চাষাঢ়া, জামতলা ও গলাচিপা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্যাকেটজাত পণ্যের গায়ে মেয়াদোর্ত্তীন তারিখ না থাকা, ফ্রিজে রান্না করা বাসি খাবার ও অপরিস্কার অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যসামগ্রী তৈরি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৩ ধারা অনুযায়ী হোয়াইট হাউজ রেস্তোরাঁকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। একই আইনের ৩৭ ধারা অনুযায়ী সুগন্ধা ফুড প্রোডাক্ট রেস্তোরাঁকে ৫০ হাজার টাকা এবং একই আইনের ৪৩ ধারা অনুযায়ী মেলা ফুড ভিলেজ রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়