২৭ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ১৩:১৪, ২১ সেপ্টেম্বর ২০২০

আপডেট: ২২:৫২, ২১ সেপ্টেম্বর ২০২০

মসজিদে বিস্ফোরণ: ৬ দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি

মসজিদে বিস্ফোরণ: ৬ দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি

প্রেস নারায়ণগঞ্জ: সদর উপজেলার পশ্চিম তল্লার বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় হতাহত পরিবার প্রধানমন্ত্রীর কাছে ৬ দাবি তুলে ধরেছেন৷ সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসকের কাছে এ সংক্রান্ত একটি স্মারকলিপি জমা দিয়েছেন৷

দাবিগুলো হলো: ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর উপার্জনক্ষম ব্যক্তিদের কর্মসংস্থানের ব্যবস্থা, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে এককালীন অর্থ সহায়তা প্রদান, স্বামীহারা নারীদের বিধবা ভাতার আওতাভুক্ত, ক্ষতিগ্রস্ত মসজিদ পুনসংস্কার করে দ্রুত নামাজের ব্যবস্থা, মসজিদ সংলগ্ন রাস্তা মেরামত, সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি নিশ্চিত করা৷

স্মারকলিপি প্রদানকালে মসজিদে বিস্ফোরণে নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের লোকজন এবং স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন৷ এ সময় তারা হতাহত ৪০টি পরিবারের একটি তালিকা জেলা প্রশাসকের কাছে জমা দেন৷

স্মারকলিপি প্রদানের পর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিস্ফোরণে নিহত মসজিদের ইমামের ছেলে নাঈমুল হাসান বলেন, আমরা তল্লা বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণে নিহত ও আহতদের পরিবারের সদস্যরা অত্যন্ত ভারাক্রান্ত মনে আপনাকে জানাচ্ছি যে, আমাদের স্বজনহারা পরিবার এখনও প্রতিনিয়ত চোখের জল ফেলছি৷ আমাদের পরিবারের অনেকেই সামর্থ্যহীন৷ আমাদের অনেকেই তাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়েছে৷ বর্তমানে হতাহত পরিবারগুলো অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে৷ আমাদের চাওয়া-পাওয়াগুলো যেন মাননীয় প্রধানমন্ত্রী সুদৃষ্টিতে দেখেন৷

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়