২৭ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ১৯:০২, ৫ অক্টোবর ২০২১

আপডেট: ১৯:০৩, ৫ অক্টোবর ২০২১

মেয়র আইভী আগে যেতে চান না, এগিয়ে নিতে চান: টুটুল

মেয়র আইভী আগে যেতে চান না, এগিয়ে নিতে চান: টুটুল

প্রেস নারায়ণগঞ্জ: নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী প্রসঙ্গে জনপ্রিয় কণ্ঠশিল্পী এস আই টুটুল বলেছেন, ‘আমরা ট্রাফিক জ্যামে সবসময় মনে করছি আমি আগে যাবো, আমি আগে যাবো। কিন্তু আমরা যদি এইরকম ভাবতাম যে অন্য আগে যাক তারপর আমি যাবো। তাহলে আরও ভালো হয়ে যেত। আপনাদের মেয়র কিন্তু আগে যেতে চান না। তিনি অন্যদের এগিয়ে নিতে চান।’

মঙ্গলবার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় দেওভোগে নগর স্বাস্থ্য কেন্দ্রে স্বল্পমূল্যে নাসিক ও সোনার বাংলা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে স্বল্পমূল্যে কিডনি ডায়ালাইসিস সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন৷ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী৷

কণ্ঠশিল্পী টুটুল আরও বলেন, ‘আমি ওনাকে ব্যক্তিগতভাবে চিনি। এই যে আজকের এই সৎকর্ম সেটা তার জন্যই হয়েছে। যাদের কিডনি রোগ হয়েছে, যারা চিকিৎসা করতে পারে না, তাদের জন্য স্বল্পমূল্যে এই ডায়ালাইসিস সেন্টারের উদ্বোধন করা হয়েছে৷’

তিনি আরও বলেন, ‘শুধু দুইটা গান গাইলাম, একটা তালি পেলাম আর আস্তে করে চলে গেলাম উপরে। এর জন্য আল্লাহ আমাকে পাঠায় নাই। এই অনুভূতিটা যখন আমার তৈরি হয়েছে সেই থেকে আমি মানুষের হয়ে যেতে চাই কিন্তু গানই গেয়ে যেতে চাই। নেতা হতে চাই না। আপনাদের যখন প্রয়োজন হবে আমাকে সন্তান হিসেবে ডাকবেন আমি হাজির হয়ে যাবো। এই কিডনি ডায়ালাইসিসি সেন্টার আপনাদের, আপনারাই দেখে রাখবেন। এর যদি আরও উন্নতি করতে হয় আমি আছি সব সময়।’

বাংলাদেশী প্রবাসীদের অনুদানে পরিচালিত সেবামূলক প্রতিষ্ঠান সোনার বাংলা ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর ওয়াহিদ হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা, সাবেক সচিব হোসনে আরা বেগম, মহাসচিব সাজ্জাদ রাশেদ, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল আমিন, প্যানেল মেয়র আফসানা আফরোজ প্রমুখ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল কাদির, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. নিজাম আলী, নারী বিষয়ক সম্পাদক মরিয়ম কল্পনা, মহানগর আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আতিকুজ্জামান সোহেল, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর কবির হোসাইন, অসিত বরণ বিশ্বাস, শাওন অংকন, স্বাস্থ্য কর্মকর্তা ডা. শেখ মোস্তফা আলী প্রমুখ।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়