২৭ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২০:২৪, ৮ মে ২০২১

মৌমিতা-অনাবিল-বন্ধু বাসকে জরিমানা

মৌমিতা-অনাবিল-বন্ধু বাসকে জরিমানা

প্রেস নারায়ণগঞ্জ: আন্তঃজেলা বাস চলাচল বন্ধ রাখার নির্দেশনা ও স্বাস্থ্যবিধি উপেক্ষা করায় তিনটি পরিবহনের বাসকে ৪৫০০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৮ মে) দুপুরে শহরের চাষাঢ়া থেকে সাইনবোর্ড এলাকায় এ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার জানান, করোনা পরিস্থিতিতে সরকারিভাবে আন্তঃজেলা বাস চলাচল বন্ধের নির্দেশনা রয়েছে। এই নির্দেশনা উপেক্ষা করায় মৌমিতা পরিবহনের একটি বাসকে ২ হাজার ও অনাবিল পরিবহনের আরেকটি বাসকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া জেলার মধ্যেই চলাচল করা বন্ধু পরিবহনকে ৫০০ টাকা জরিমানা করা হয়। এই পরিবহনটি স্বাস্থ্যবিধি অমান্য করে যাত্রী পরিবহন করেছে।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়