২৭ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ১০:০১, ২৭ ফেব্রুয়ারি ২০২১

রূপগঞ্জে স্পিনিং মিলে ভয়াবহ আগুন

রূপগঞ্জে স্পিনিং মিলে ভয়াবহ আগুন

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে জামালপুর-৫ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মোজাফফর হোসেনের মালিকানাধীন মোজাফফর স্পিনিং মিলে ভয়াবহ অগ্নিকান্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের চেষ্টায় প্রায় ৪ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটায় উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের ঠাকুর বাড়িরটেক এলাকায় সীম গ্রুপের এই স্পিনিং মিলে অগ্নিকান্ড ঘটে। পরে রাত সোয়া ১ টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা গেছে।

শ্রমিকরা জানান, রাতে কারখানায় হঠাৎ আগুন ধরে যায়। সাথে সাথে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা ও ধোঁয়ায় আশপাশের এলাকা আচ্ছন্ন হয়ে পড়ে। এসময় শ্রমিকরা পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কাঞ্চন, আড়াইহাজার ও নরসিংদির মাধবদি থেকে মোট আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারি পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, আগুন নিয়ন্ত্রনে এলেও এখনো ডাম্পিংয়ের কাজ চলছে। আগুনের সূত্রপাত সম্পর্কেও এখন পর্যন্ত কিছু জানা যায় নি। ক্ষয়ক্ষতির পরিমান ও আগুন লাগার কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়