২৭ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২০:১৩, ২৫ জানুয়ারি ২০২৩

আপডেট: ২০:১৪, ২৫ জানুয়ারি ২০২৩

স্মার্ট সিটি গড়তে চান মেয়র আইভী

স্মার্ট সিটি গড়তে চান মেয়র আইভী

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহরকে স্মার্ট সিটি (আধুনিক শহর) হিসেবে গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের সাথে মতবিনিময় সভায় তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন।

এর আগে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নগর পরিকল্পনা এবং উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দল। বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইসারের নেতৃত্বে দলটি নাসিকের নির্মিত বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন।

দুপুরে সিটি করপোরেশনের নগর ভবনে শহরের উন্নয়ন এবং পরিকল্পনা শীর্ষক আলোচনা সভায় যোগ দেন তারা।

এই সময় সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘প্রধানমন্ত্রী ডিজিটালের পরে স্মার্ট সিটি গড়ার নির্দেশনা দিয়েছেন। এর জন্য মানুষকেও স্মার্ট করতে হবে। আমাদের যেসব দপ্তরগুলো আছে তারা যদি আন্তরিক হয় তাহলেই আমরা স্মার্ট নগর গড়ার কাজে হাত দিতে পারি। এ জন্য আমাদের সহযোগী উন্নয়ন সংস্থাগুলোর সহায়তা অনেক বেশি প্রয়োজন। তাদের সহায়তার মাধ্যমেই আমরা নগরবাসীকে সুযোগ-সুবিধা প্রদান করতে পারি।’

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়