২৬ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ১৪:১৭, ৩০ নভেম্বর ২০২২

আপডেট: ২৩:১১, ৩০ নভেম্বর ২০২২

৪ ডিসেম্বর থেকে নারায়ণগঞ্জ-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ

৪ ডিসেম্বর থেকে নারায়ণগঞ্জ-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ

প্রেস নারায়ণগঞ্জ: আগামী ৪ ডিসেম্বর থেকে নারায়ণগঞ্জ-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে বিভাগ৷ পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় ঢাকা থেকে গেন্ডারিয়া অংশে তিনটি পৃথক রেললাইনের নির্মাণকাজ চলমান থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

বুধবার (৩০ নভেম্বর) বাংলাদেশ রেল‌ওয়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। রেলওয়ে বিভাগ ‘সাময়িক’ সময়ের জন্য ট্রেন চলাচল বন্ধ রাখার কথা জানালেও নির্দিষ্ট কতদিন বন্ধ থাকবে তা পরিষ্কার করেনি৷

বিজ্ঞপ্তিতে রেল কর্তৃপক্ষ জানায়, প্রকল্পের কাজটি দ্রুত সম্পন্নের লক্ষ্যে ঢাকা-নারায়ণগঞ্জ রূপে চলাচলকারী সকল ট্রেন ৪ ডিসেম্বর ২০২২ হতে সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। দ্রুত কাজ শেষে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে পুনরায় ট্রেন চলাচল শুরু হবে।

যাত্রী সাধারণের সাময়িক অসুবিধার জন্য বাংলাদেশ রেল‌ওয়ের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয়েছে।

নারায়ণগঞ্জ কেন্দ্রীয় রেলস্টেশনের স্টেশন মাস্টার কামরুল ইসলাম খান বলেন, ‘ট্রেন চলাচল বন্ধ রাখার কথা শুনেছি৷ তবে এ বিষয়ে অফিসিয়াল চিঠি পাইনি৷ চিঠি পাবার পর বলতে পারবো ঠিক কতদিন বন্ধ থাকবে৷’

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়