৩০ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২১:০১, ৮ জুন ২০২১

আপডেট: ২১:০২, ৮ জুন ২০২১

ইসমাইলের দিকে তেড়ে গেলেন সেলিম ওসমান

ইসমাইলের দিকে তেড়ে গেলেন সেলিম ওসমান

প্রেস নারায়ণগঞ্জ: কুমুদিনী বাগানের জুট প্রেসের শ্রমিকদের দাবি-দাওয়া নিয়ে বৈঠক প্রসঙ্গে সাংবাদিকদের সাথে কথা বলতে গেলে শ্রমিক নেতা ও আইনজীবী অ্যাড. মাহবুবুর রহমান ইসমাইলের দিকে তেড়ে আসেন সাংসদ সেলিম ওসমান৷ শ্রমিক নেতা ইসমাইলকে গণমাধ্যমকর্মীদের সামনে ধমকও দেন নারায়ণগঞ্জ-৫ আসনের এই সাংসদ৷

মঙ্গলবার (৮ জুন) বিকেলে জেলা প্রশাসকের কক্ষের সামনে বারান্দায় এই ঘটনা ঘটে৷ এর আগে শ্রম আইন অনুযায়ী প্রাপ্য পাওনা কিংবা পুনর্বাসনের দাবিতে আন্দোলনরত কুমুদিনী শ্রমিকদের দাবি-দাওয়া প্রসঙ্গে জেলা প্রশাসকের কক্ষে বৈঠক অনুষ্ঠিত হয়৷

জেলা প্রশাসক মো. মোস্তাইন বিল্লাহ’র উপস্থিতিতে তার কক্ষে অনুষ্ঠিত ওই বৈঠকে আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার জায়েদুল আলম, ব়্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল তানভীর মাহমুদ পাশা, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজল, মহানগর যুবলীগের সভাপতি ও ব্যবসায়ী নেতা শাহাদাত হোসেন সাজনু, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শওকত হাশেম শকু৷ শ্রমিকদের পক্ষে তাদের আইনজীবী ও শ্রমিক নেতা অ্যাড. মাহবুবুর রহমান ইসমাইল, কুমুদিনীর শ্রমিক ও শহরের খানপুরের উত্তর কুমুদিনা বাগানের বাসিন্দা মো. জুয়েল, মো. নাসির প্রমুখ৷

প্রত্যক্ষদর্শীরা জানান, বৈঠক শেষে বেরিয়ে এসে সাংবাদিকদের সামনে কথা বলেন বিকেএমইএ’র সভাপতি ও সাংসদ একেএম সেলিম ওসমান৷ এ সময় সাংবাদিকদের সামনে কথা বলার জন্য শ্রমিক নেতা ও আইনজীবী মাহবুবুর রহমান ইসমাইলকে ডাকেন সাংসদ৷ তখন সাংবাদিকদের সামনে কিছুই বলেননি ইসমাইল৷ সাংসদের কথা বলা শেষে সাংবাদিকদের সাথে আলাদা করে কথা বলেন মাহবুবুর রহমান ইসমাইল৷ তিনি অভিযোগ করেন, শ্রমিকদের পক্ষে একটি কথাও বলেননি সাংসদ সেলিম ওসমান৷ এমনকি বৈঠকে শ্রমিকদের আইনজীবী হিসেবে তাকেও তাদের দাবি-দাওয়া প্রসঙ্গে কথা বলতে দেয়া হয়নি৷ মাহবুবুর রহমান ইসমাইলের এমন বক্তব্য অদূরে থাকা সাংসদ সেলিম ওসমান শুনছিলেন৷ অ্যাড. ইসমাইলের কথা শুনে তার দিকে তেড়ে আসেন সেলিম ওসমান৷ এক পর্যায়ে উচ্চবাচ্যও করেন সেলিম ওসমান৷

এ প্রসঙ্গে জানতে চাইলে বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি অ্যাড. মাহবুবুর রহমান ইসমাইল বলেন, ‘শ্রমিকদের পক্ষে কথা বলায় এমপি সাহেব তেড়ে আসেন৷ বৈঠকের নামে মালিকদের পক্ষে একতরফা সিদ্ধান্ত নেয়া হয়েছে৷ এই প্রসঙ্গে সাংবাদিকদের বলতে গেলেই ক্ষেপে যান তিনি৷’

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়