৩০ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২২:২১, ২৮ জুন ২০২২

আপডেট: ২২:২২, ২৮ জুন ২০২২

প্রধানমন্ত্রীর দৃঢ়চেতা মনোভাবে আজকের পদ্মাসেতু: আইভী

প্রধানমন্ত্রীর দৃঢ়চেতা মনোভাবে আজকের পদ্মাসেতু: আইভী

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘অনেকেই বলেছিল, খরস্রোতা নদী পদ্মায় সেতু হবে না। কিন্তু প্রধানমন্ত্রীর দৃঢ়চেতা মনোভাবের কারণে আজকের পদ্মাসেতু উদ্বোধন হয়েছে। আমরা এই নেতৃত্ব আরও দীর্ঘদিন চাই।’

মঙ্গলবার (২৮ জুন) বিকেলে সাংবাদিক কল্যাণ তহবিল থেকে অনুদানের চেক বিতরণ ও মৌসুমি ফল উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘বাবু ভাই সবসময় গুছিয়ে কথা বলেন। সবসময় আওয়ামী লীগের ভাবমূর্তি তুলে ধরার চেষ্টা করেন। আমাদের আনোয়ার কাকা মাঝে মাঝে খুব সুন্দর করে অনেক সত্য কথা বলেন। আবার মাঝে মাঝে পরিস্থিতির কারণে চুপ হয়ে যান। আমরা চাই না উনি শান্ত থাকুন, কথা কম বলুক। আমরা তাকে অন্যায়ের বিরুদ্ধে আরও সোচ্চার চাই। অনেক সময় নিজেকে একা মনে হয়। পাশে থেকে সেই একাকিত্ব দূর করবেন। মন্ত্রী গাজী মহোদয়, আনোয়ার কাকা ও বাবু ভাই আমরা একসাথে নারায়ণগঞ্জের জন্য কাজ করতে চাই।’

জনপ্রতিনিধিদের বেতন বৃদ্ধির দাবি জানান সিটি মেয়র। তিনি বলেন, সাধারণ জনগণের সাথে জনপ্রতিনিধিরাই সংযুক্ত থাকে। তাদের কথাও চিন্তা করা দরকার।

সাংবাদিকদের উদ্দেশ্যে ডা. আইভী বলেন, ‘অযথা হয়রানি করবেন না। গঠনমূলক সমালোচনা করুন। আপনারা যখন হয়রানি করা শুরু করেন তখন আমরা সহ্য করতে করতে এক সময় গিয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করি। কারণ ধৈর্যে আর কুলায় না। কলম আছে, ভালো কিছু লেখেন। কীভাবে আমরা ভালো কাজ করতে পারি তার দিকনির্দেশনা দিন। দুই কলম লিখেই টেবিল চাপড়ে বলেন, আজকে আইভীকে দেখিয়ে দিলাম, বাবুকে দেখিয়ে দিলাম; এসব অপসাংবাদিকতা।’

তিনি আরও বলেন, ‘তবে সমালোচনা শুনতে শুনতে এখন আমার সহ্য হয়ে গেছে। এজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা। এই ধৈর্যের জন্য আরেকজনকে ধন্যবাদ দিতে হয়, আমার শ্রদ্ধেয় বড়ভাইকে। যার কারণে আমি সারা বাংলাদেশে পরিচিত হয়েছি। সে আমার ধৈর্য এত পরিমাণ বাড়িয়ে দিয়েছে যে, মাটিও মনে হয় এত ধৈর্য ধরে না। আমি এখন রাগ করা ভুলে গেছি, কড়া কথা বলা ভুলে গেছি।’

শীতলক্ষ্যা নদীর পাড়ে বৃহৎ শিল্প প্রতিষ্ঠান স্থাপনের পরিকল্পনার বিরোধীতা করে নদী রক্ষার দাবি জানিয়ে মেয়র আইভী বলেন, নদী পথে নৌ-পর্যটন ব্যবস্থা তৈরি করা দরকার।

নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আনোয়ার হোসেন, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি খন্দকার শাহ্ আলম, সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীবৃন্দ। অনুষ্ঠানে সঞ্চালনা করেন জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আমীর হুসাইন স্মিথ।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়