২৭ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২২:৪৭, ৬ মার্চ ২০২১

আমি প্রতিদিন গালি সহ্য করি

আমি প্রতিদিন গালি সহ্য করি

প্রেস নারায়ণগঞ্জ: ডিজিটাল নিরাপত্ত আইন নিজেদেরও ক্ষতি করছে কিনা সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে সম্মতি জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান৷ শনিবার (৬ মার্চ) রাতে চ্যানেল আইয়ের `মুখ-মুখোশ-মুখচ্ছবি` শিরোনামে টিভি টকশোতে তিনি এমনটা বলেন৷ সাংবাদিক সোমা ইসলামের সঞ্চলনায় এই সময় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা তাবিথ আউয়াল।

আলোচনার এক পর্যায়ে শামীম ওসমান বলেন, ‘আমার মনে হয় অনেক সময় আইন ঠিক থাকে কিন্তু মাঝেমধ্যে আইনের প্রয়োগ ঠিক থাকে না। নারায়ণগঞ্জে আমাদের ইত্তেফাকের সাংবাদিক বাদল ভাইকে ডিজিটাল আইনে মামলা দেওয়া হয়েছে। আমার দলের একজন নেত্রী দিয়েছে। একটা কথা লিখেছে দেখে যুগান্তরের সাংবাদিক ও চারটি পত্রিকাকে মামলা দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘এই আইনটি নিজেদেরও ক্ষতি করছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, ‘অবশ্যই, আমি মনে করি কোনো কিছুই পারফেক্ট নয়। আমি স্পষ্ট করছি যে আমি এটি পছন্দ করি না। একজন আমার বিরুদ্ধে লিখবে আমি ডিজিটাল আইন করে দিবো। আমাকে তো প্রতিদিন এমন কোন গালি নাই যে দিচ্ছে না। আমি এগুলো সহ্য করি কারণ ওর পাপ বাড়ছে আমার পাপ কমছে।’

শামীম ওসমান বলেন, ‘আমি মনে করি ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সরকার এক সেকেন্ডর জন্যও বিব্রত নয়। আমার মনে হয় গালি খাওয়া এবং কিছু পত্রিকার কাছে আঘাতপ্রাপ্ত আমার চেয়ে বেশি খুব কম মানুষই হয়েছে। আমি ছোট মানুষ কিন্তু আমাকে আঘাত করা হয়েছে বেশি। কিন্তু আজ পর্যন্ত আমি কারো বিরুদ্ধে একটি মানহানির মামলাও করিনি। নারায়ণগঞ্জে সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা হয়েছে। আমার দলের লোকরা করেছে কেউ কেউ, আমি স্পষ্টভাবে বিরোধীতা করেছি। আবার দেখছি তাদের পক্ষে তারা মিটিং করছে। এই যে দ্বিচারিতা, আমার কাছে এদের পছন্দ হয় না।’

আওয়ামী লীগের এই সাংসদ বলেন, ‘ধর্মের অপব্যাখ্যা করা হচ্ছে। আমি মনে করি ওই আইন কার্যকর করা উচিত যে কেউ আইনের উর্ধ্বে নয়, সবাই আইনের আইনের অধীনে। যখন সবাই আইনের অধীনে হবে, হোক সরকারি দলের বা বাইরের দলের। সেই সাথে এটাও দেখা উচিত কেউ যদি অবৈধভাবে কাউকে ফাঁসানোর জন্য কিছু করে তারও যেন বিচার হয়।’

বিএনপি নেতা তাবিথ আউয়ালের উদ্দেশ্যে তিনি বলেন, ‘এই আইন ভয়াবহ ও ভয়ানক না বলে আমি মনে করি এখানে কোথায় কোথায় গলদ আছে আপনারা দেখেন। আপনাদের পার্লামেন্ট সদস্যের মাধ্যমে আপনার যে জায়গায় মনে হচ্ছে এটা ভালো না ঐ জায়গাকে সংশোধন করে দেন, এমনটা সংসদে বলতে বলেন৷’

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়