২৭ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ১৯:৫৪, ২৮ এপ্রিল ২০২২

আপডেট: ১৯:৫৪, ২৮ এপ্রিল ২০২২

ইজিবাইক চালক হত্যা: গ্রেফতার ৫

ইজিবাইক চালক হত্যা: গ্রেফতার ৫

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের চর সৈয়দপুরে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে দু’জন সরাসরি হত্যার ঘটনার সাথে এবং বাকি তিনজন ছিনতাই করা ইজিবাইক কেনা-বেচার সাথে জড়িত।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুরে সদর মডেল থানায় এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান এসব তথ্য জানান।

গ্রেফতার আসামিদের জিজ্ঞাসাবাদে দেওয়া তথ্যের বরাতে তিনি বলেন, স্থানীয় এক মেয়েকে পছন্দ করা নিয়ে গ্রেফতার নাহিদের সাথে হত্যার শিকার আপনের মনমালিন্য হয়। এর জেরে আরেক বন্ধু আমির হোসেন ওরফে আমিনকে নিয়ে আপনকে হত্যার পরিকল্পনা করে নাহিদ। গত ২৫ এপ্রিল পরিকল্পনা অনুযায়ী তারা আপনকে মোবাইল ফোনে ডেকে চর সৈয়দপুর কাঠপট্টি এলাকায় রেইনবো ডাইংয়ের পেছনে নিয়ে যায়। সেখানে নেশাজাতীয় দ্রব্য পান করিয়ে গলায় রশি প্যাঁচিয়ে আপনকে হত্যা করে নাহিদ ও আমিন। পরে আপনের ইজিবাইকটি নিয়ে পালিয়ে গিয়ে কুমিল্লার হোমনা উপজেলার বিল্লাল, ইসমাইল ও সাইদুলের কাছে ২৫ হাজার টাকায় বিক্রি করে। সেখান থেকে নগদ ২০ হাজার টাকা নিয়ে চলে আসে। তথ্য প্রযুক্তি সহায়তায় মামলার ৪৮ ঘন্টার মধ্যে মামলার এজাহারনামীয় আসামি নাহিদ ও আমির হোসেন গ্রেফতার করে পুলিশ। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লার হোমনা এলাকা থেকে ইসমাইল খন্দকার, বিল্লাল হোসেন ও সাইদুলকে গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকে ছিনতাই হওয়া ইজিবাইকটিও উদ্ধার করা হয়।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়