২৭ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ১৯:৩৫, ১৪ জুন ২০২১

আপডেট: ১৯:৩৬, ১৪ জুন ২০২১

কাজ পাগল মানুষ আইভী

কাজ পাগল মানুষ আইভী

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘আমি কাজ পাগল মানুষ। কাজ করতে পছন্দ করি। যেখানে সমস্যা আছে সেখানে আমি কাজগুলো করে দেওয়ার চেষ্টা করি।’ সোমবার (১৪ জুন) সকালে নাসিকের ২৫ নম্বর ওয়ার্ডের উত্তর লক্ষণখোলা খেয়াঘাট সংলগ্ন খেলার মাঠের পাড় বাঁধাইকরণ ও সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় মেয়র আইভী বলেন, ‘উত্তর লক্ষণখোলায় ৮০ শতাংশ উন্নয়ন কাজ করে ফেলেছি। ১০০ শতাংশ বলতে পারছি না কারণ কিছু কিছু পাড়া-মহল্লায় আমরা এখনও ড্রেন করে দিতে পারি নাই। সেটা আপনারা জায়গা না দেওয়াতে হোক বা অন্য যেকোনো কারণেই হোক। উত্তর লক্ষণখোলার পানির সমস্যাও সমাধান করে দিয়েছি। যেখানে পানির লাইন প্রয়োজন সেখানে দেওয়ার জন্য আমার কাউন্সিলর ও প্রকৌশলীকে বলে দিয়েছি। আমরা সর্বপ্রথম নদীর পাড়টা বাঁধাই করে দিবো। পরে এখানে অন্য যা করার করবো। তবে অবশ্যই বাঁধ দেবার পাশাপাশি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থাও করবো।’

তিনি বলেন, ‘অনেকেই ময়লা ফেলার জন্য ডাম্পিংয়ের কথা বলেছেন। আপনাদের ইউনিয়ন পরিষদে জমি অধিগ্রহণ করতেছি। সে জায়গায় দাম হলো ৩০০ কোটি টাকা। এই টাকাটি আসলে আমরা ডিসি অফিসের মাধ্যমে অধিগ্রহণ করবো। এরপর ময়লা আবর্জনা ফেলার ব্যবস্থা করবো। ইতিমধ্যে জাইকার সাথে কথা বলেছি বর্জ্য থেকে সার, বিদ্যুৎ ইত্যাদি উৎপাদনের জন্য। পাশাপাশি এই অঞ্চলের দারিদ্র সীমার নিচে থাকা নারীদের নিয়ে সিটি ডেভেলপমেন্ট কমিটি (সিডিসি) গঠন করেছি। যাতে করে নারীরা তাদের নিজ পায়ে দাঁড়াতে পারে।’

মাদকের বিরুদ্ধে সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে মেয়র আইভী বলেন, ‘এক ভাই বললেন এখানে মাঠ হলে এখানে মাদকসেবীদের অভয়ারণ্য হতে পারে। যদি কেউ মাদক সেবন করে বা মাদক ব্যবসা করে আপনারাই মাদকের প্রতিরোধ গড়ে তুলবেন। মেয়র, ডিসি, পুলিশের আশায় বসে থাকবেন না। শুরুতেই আপনারা পদক্ষেপ নিবেন। মাদকের ব্যাপারে আপনারা সোচ্চার হন। দরকার পড়লে কাউন্সিলর, এলাকার মুরুব্বী ও এলাকাবাসী মিলে মাদক প্রতিরোধ কমিটি গড়ে তুলবেন।’

মাঠের পাড় বাঁধাইকরণ কাজের উদ্বোধনের আগে উত্তর লক্ষণখোলার এলাকাবাসীর সাথে মতবিনিময় করেন সিটি মেয়র। এ সময় এলাকাবাসী লক্ষণখোলায় বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য মেয়র আইভীকে ধন্যবাদ জানান। পাশাপাশি তাদের বিভিন্ন দাবিসমূহ তুলে ধরেন। এ সময় নাসিক ২৫নং ওয়ার্ড কাউন্সিলর মো. এনায়েত হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী কাউন্সিলর হোসনে আরা বেগম প্রমুখ।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়