০৯ মে ২০২৪

প্রকাশিত: ২১:৩৮, ২১ মে ২০২২

আপডেট: ২১:৩৮, ২১ মে ২০২২

গিয়াস উদ্দিনের বিরুদ্ধে ষড়যন্ত্রে শামীম ওসমানকে সন্দেহ

গিয়াস উদ্দিনের বিরুদ্ধে ষড়যন্ত্রে শামীম ওসমানকে সন্দেহ

প্রেস নারায়ণগঞ্জ: বিএনপির সাবেক সাংসদ গিয়াস উদ্দিনের বিরুদ্ধে ষড়যন্ত্রে নারায়ণগঞ্জ-৪ আসনে সরকারদলীয় সাংসদ একেএম শামীম ওসমানের ইন্ধন থাকতে পারে। এমনটা সন্দেহ করছেন বিএনপি নেতারা। শনিবার (২১ মে) বেলা ১২টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ তোলেন তারা।

বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দের ব্যানারে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বিএনপির জ্যেষ্ঠ নেতা আব্দুল বারী ভূঁইয়া। গিয়াস উদ্দিনের বিরুদ্ধে সরকারি দলের প্রভাবশালী নেতারা ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ করেন বারী ভূঁইয়া। লিখিত বক্তব্যের একটি অংশে আবার নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমানের প্রসঙ্গ তুলে আনা হয়। তৃতীয়পক্ষও এই ষড়যন্ত্রে যুক্ত আছেন বলে জানান বারী ভূঁইয়া। শামীম ওসমান এই ঘটনায় কোন ইন্ধন দিচ্ছেন কিনা জানতে চাইলে বারী ভূঁইয়া বলেন, ‘আমরা সন্দেহ করছি ওনার (শামীম ওসমান) ইন্ধনে এ ষড়যন্ত্র করা হচ্ছে। বিএনপি’র একটি পক্ষের সঙ্গে ওনার সঙ্গে যোগাযোগ আছে।’

তিনি আরও বলেন, ‘আগামী নির্বাচনেও আওয়ামী লীগের শামীম ওসমান সাহেব নমিনেশন পাবেন সেটি প্রায় চূড়ান্ত ধরে নিতেই পারি। এই নির্বাচনে বিএনপি থেকে গিয়াসউদ্দিনও নমিনেশন চাইবেন, তার পাশাপাশি অন্যরাও চাইবেন। আবার শামীম ওসমান সাহেবও চাইবেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী তার অপেক্ষায় দুর্বল হোক। আগামী নির্বাচনকে সামনে রেখে ভয় পাচ্ছেন, শক্ত প্রতিদ্বন্দ্বী মনে করেই নোংরা খেলায় মেতে উঠেছে তৃতীয়পক্ষ। খোলা চোখে তাকালেই এই তৃতীয় শক্তিটি কে, তা বুঝতে বড় বড় ডিগ্রী অর্জন করতে বলে মনে করি না।’

ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক খোন্দকার মনিরুল ইসলাম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় কমিটির গণশিক্ষা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নূর হোসেন মোল্লা, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল হালিম জুয়েল, মহানগর বিএনপির সহসাংগঠনিক সম্পাদক নাজির আহম্মেদ, নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এসএম আসলাম, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাজেদুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা তাঁতী দলের সাবেক সাধারণ সম্পাদক আকবর হোসেন, কাশিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলাউদ্দিন খন্দকার শিপন, সাবেক সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম রতন প্রমুখ।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়