২০ মে ২০২৪

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:০৩, ৮ মে ২০২৪

জাল ভোট দিতে গিয়ে রশিদের কর্মীর ৬ মাসের জেল

জাল ভোট দিতে গিয়ে রশিদের কর্মীর ৬ মাসের জেল

নারায়ণগঞ্জের বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে একটি কেন্দ্রে জাল ভোট দিতে গিয়ে আটক হয়েছেন চেয়ারম্যান প্রার্থী এম এ রশিদের এজেন্ট৷ বুধবার (৮ মে) বিকেল তিনটার দিকে মদনপুর ইউনিয়নের লাউসার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে৷ এই ঘটনায় তাকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন নির্বাচনী দায়িত্বে নিয়োজিত নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইমরান মোল্লার আদালত। 

দণ্ডপ্রাপ্ত যুবকের নাম ওমর ফারুক ওরুফে নাঈম৷ সে কেন্দ্রটিতে দোয়াত-কলম প্রতীকের এজেন্ট হিসেবে ছিল বলে জানিয়েছে পুলিশ৷ 

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন সাগর বলেন, ‘ওই যুবক জালভোট দিতে গিয়ে ধরা পড়েছেন৷ প্রিসাইডিং অফিসার তাকে পরে পুলিশের হাতে তুলে দেন৷ তার কাছে ব্যালট সদৃশ পেপার পাওয়া গেছে৷ প্রিসাইডিং অফিসার জানিয়েছেন, ওই যুুুবক দোয়াত-কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর পোলিং এজেন্ট ছিলেন৷ তাকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে৷’

দোয়াত-কলম প্রতীকে এ উপজেলায় লড়ছেন বর্তমান চেয়ারম্যান ও বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএ রশিদ৷

তার বিপরীতে আছেন তিন প্রতিদ্বন্দ্বী৷ তারা হলেন- চিংড়ি প্রতীকে আতাউর রহমান মুকুল, আনারস প্রতীকে মাকসুদ হোসেন ও হেলিকপ্টার প্রতীকে মাহমুুুুদুল হাসান শুভ৷

সর্বশেষ

জনপ্রিয়