২৭ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২১:২৪, ১৯ এপ্রিল ২০২১

নগরীতে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

প্রেস নারায়ণগঞ্জ: লকডাউনে সরকারি নির্দেশনা কার্যকর ও রমজানে বাজার মনিটরিংয়ের লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। সোমবার (১৯ এপ্রিল) নগরীর চাষাঢ়া, জামতলা, মাসদাইর, গলাচিপা, বঙ্গবন্ধু সড়ক ও কালিরবাজারসহ বিভিন্ন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহানের নেতৃত্বে এ আদালত চলে৷ এ সময় সরকারি নির্দেশ অমান্য করায় মোট ১১ জনকে ৪৮০০ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান বলেন, বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ স্যারের নির্দেশে নগরীর প্রধান প্রধান এলাকা তথা জনসমাগম বেশি হয় এমন এলাকাগুলোতে সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান চলে। এ সময় নিত্য প্রয়োজনীয় পণ্যের বাইরে অনেক দোকান খোলা থাকায় সেগুলো বন্ধ করে দিয়েছি, কিছু কিছু ক্ষেত্রে জরিমানা করেছি। এছাড়াও জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয় এবং অকারণে ঘর থেকে বের না হওয়া, জরুরি কাজে বের হলেও সকল স্বাস্থ্যবিধি মেনে চলে এজন্য সকলকে অনুরোধ জানিয়েছি।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়