২৭ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২২:০৮, ২৬ ফেব্রুয়ারি ২০২১

আপডেট: ২২:৪৫, ২৬ ফেব্রুয়ারি ২০২১

নারায়ণগঞ্জে দেশের সেরা ‘জিম’ করতে চান শামীম ওসমান

নারায়ণগঞ্জে দেশের সেরা ‘জিম’ করতে চান শামীম ওসমান

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান বলেছেন, ‘নারায়ণগঞ্জ প্রতিটি ক্ষেত্রে ঢাকার চেয়ে গুরুত্বপূর্ণ শহর হবে। রাস্তাঘাট, পুল, কালভার্ট, নদীর পাড়, সৌন্দর্য, শিক্ষা সব জায়গায় আমরা প্ল্যান অনুযায়ী কাজ করছি। কিছু কিছু জায়গায় কাজ হচ্ছে আবার কিছু কিছু মানুষ ঝামেলা করে, বাধা দেয়। দেশের মধ্যে ষড়যন্ত্র সবসময় চলে। তাই দেশের ভবিষ্যত প্রজন্মের জন্য সুন্দর দেশ কামনায় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন।’

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) রাতে ইসদাইর পৌর ওসমানী স্টেডিয়ামে বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশনের উদ্যোগে আয়োজিত ‘মি. নারায়ণগঞ্জ’ প্রতিযোগিতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘বর্তমান প্রজন্মের যারা অফিসার হয়ে আসছেন তারা কিন্তু মুক্তিযোদ্ধাদের রক্ত নিয়ে আসছে। যখন মুক্তিযোদ্ধাদের রক্ত জায়গা মত বসে তখন দেশটা অবশ্যই সামনের দিকে আগাবে বলে আমি বিশ্বাস করি। আমি বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশনের সেক্রেটারীর কাছে অনুরোধ করছি যে এই আয়োজনটি পরবর্তী আন্তঃজেলা পর্যায়ের হবে সেটি নারায়ণগঞ্জে করবেন।’

তিনি আরও বলেন, ‘নারায়ণগঞ্জে যে ৩০-৪০টি জিম রয়েছে তারা ও জেলা প্রশাসকসহ আমরা মিলে নারায়ণগঞ্জে বাংলাদেশের সেরা জিমটি করতে চাই। জিমের মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখা যাবে। মাদক সন্ত্রাস এ কথাগুলো শুনতে শুনতে আর ভালো লাগে না। আর যে ঘরের ছেলে মাদক খায় সে ঘরটি জাহান্নাম হয়ে যায়।’

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার জায়েদুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহেদ পারভেজ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শামীম বেপারি, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সুবাস চন্দ্র সাহা, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটু প্রমুখ।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়