২৭ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ১৯:২৬, ১৬ অক্টোবর ২০২১

আপডেট: ১৯:২৬, ১৬ অক্টোবর ২০২১

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে জাকিরের মিছিল

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে জাকিরের মিছিল

প্রেস নারায়ণগঞ্জ: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে মিছিল নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন আলীরটেক ইউপির আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন। শনিবার (১৬ অক্টোবর) দুপুরে সদর উপজেলা পরিষদে রিটার্নিং অফিসার উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আতাউর রহমান ভূঞার কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

এ সময় জাকির হোসেন স্থানীয় নেতা-কর্মী সমর্থক নিয়ে নৌকা প্রতীক এবং স্লোগান সহকারে রিটার্নিং অফিসার উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আতাউর রহমান ভূঞার কার্যালয়ের সামনে আসেন এবং নেতা-কর্মীদের সাথে নিয়ে মনোনয়ন পত্র জমা দেন।

নির্বাচনের আচরণবিধিতে উল্লেখ রয়েছে, কোনো প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময় মিছিল বা কোনো প্রকার শোডাউন করতে পারবে না। এবং ৫ জনের অধিক লোক নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ এবং জমা দিতে পারবে না।

আচরণ বিধি লঙ্ঘনের বিষয়ে রিটার্নিং অফিসার সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আতাউর রহমান ভূঞা জানান, এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। আমার রুমের ভেতর তারা ৫-৭ জন এসে মনোনয়ন জমা দিয়েছে। বাইরে কি হবে সেটা তো আর আমরা দেখতে পারবো না।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়