২৭ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ১৮:৩৪, ৫ নভেম্বর ২০২১

আপডেট: ১৮:৩৫, ৫ নভেম্বর ২০২১

প্রেরণা সংগঠনের বিনামূল্যে স্বাস্থ্যসেবা কর্মসূচী শুরু

প্রেরণা সংগঠনের বিনামূল্যে স্বাস্থ্যসেবা কর্মসূচী শুরু

প্রেস নারায়ণগঞ্জ: প্রেরণা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে প্রতি মাসের প্রথম সপ্তাহে বিনামূল্যে স্বাস্থ্যসেবা কর্মসূচীর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ নভেম্বর) সকাল ৮টায় দেওভোগ পাক্কা রোড খানকা সড়ক এলাকায় এ কর্মসূচী পালন করা হয়। এ সময় ১০০ জনকে বিনামূল্যে ডায়াবেটিক পরীক্ষা, ওজন মাপা ও প্রেসার মাপা সেবা দেওয়া হয়।

এসময় উপস্থিথ ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক হাসান উল রাকিব, সাংগঠনিক সম্পাদক আতিকুল রহমান লিটন, কোষাদক্ষ মো. জুম্মান হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক মো. তোতা মিয়া, সুবীর কুমার সাহা, আজম খান, হাবিবুর রহমান হাবিব, সাহিত্য সম্পাদক মেহেরাব হোসেন, সমাজ কল্যান সম্পাদক মো. ফাহাদ, সদস্য মো. মাসুদ।

প্রেরণা সংগঠনের সাধারণ সম্পাদক হাসান উল রাকিব বলেন, `করোনার কারণে দীর্ঘদিন প্রতিমাসে বিনামূল্যে স্বাস্থ্যসেবা বন্ধ ছিল। এ মাস থেকে এ কর্মসূচী শুরু করা হলো, পরের প্রতি মাসের প্রথম শুক্রবার এ কর্মসূচী পালন করা হবে। মানুষের সেবায় প্রেরনা সংগঠন সবসময় এধরনের কর্মসূচী পালন করে আসছে।`

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়