০৮ মে ২০২৪

প্রকাশিত: ২০:৩০, ১৪ ডিসেম্বর ২০২১

আপডেট: ২০:৩০, ১৪ ডিসেম্বর ২০২১

বুদ্ধিজীবী দিবসে শহীদদের প্রতি ছাত্র ফ্রন্টের শ্রদ্ধা

বুদ্ধিজীবী দিবসে শহীদদের প্রতি ছাত্র ফ্রন্টের শ্রদ্ধা

প্রেস নারায়ণগঞ্জ: মহান বুদ্ধিজীবী দিবসে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখা।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল ১১ টায় চাষাড়া কেন্দ্রীয় শহিদ মিনারে শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ করেন নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা কমিটির সহ-সভাপতি রিনা আক্তার, সাধারণ সম্পাদক ফয়সাল আহম্মেদ রাতুল , সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক শিহাব মৃধা, পাঠাগার বিষয়ক সম্পাদক অর্পিতা ঘোষ প্রমুখ।

পুষ্পাস্তবক অর্পণ শেষে এক মিনিট নিরবতা পালন করে নেতৃবৃন্দ বলেন, `মহান মুক্তিযুদ্ধের চেতনা আজ ভুলন্ঠিত। এসময় তার চালচিত্র আরো বেশি স্পষ্ট হয়েছে। মুক্তিযুদ্ধের দাবিদার বর্তমান শাসকদলও মুক্তিযুদ্ধের মূল চেতনা গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরোপেক্ষতা, জাতীয়তাবাদ থেকে অনেক দূরে সরে গেছে। মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা ছাত্র-যুব তথা দেশবাসীর সামনে জাগ্রত রাখতে যথাযোগ্য মর্যাদায় বুদ্ধিজীবী দিবস পালন করা ও শহিদ বুদ্ধিজীবীদের জীবন, সংগ্রাম, আত্নত্যাগ, শিক্ষা ছাত্র-যুব সমাজের সামনে সমুন্নত রাখতে হবে।`

নেতৃবৃন্দ আরো বলেন, `একদিকে মুক্তিযুদ্ধের মূল চেতনা আজ ভূলন্ঠিত হচ্ছে আর অন্যদিকে দেশে শাসক গোষ্ঠি শিক্ষার গণতান্ত্রিক অধিকার থেকে দেশের ছাত্র-যুব সমাজকে বঞ্চিত করে রাখায় ব্যস্ত। যার কারণে দেশের শিক্ষা ব্যবস্থা আজ ধ্বংসস্তুপে পরিণত হচ্ছে। শিক্ষার গণতান্ত্রিক অধিকারের দাবিতে আন্দোলনের পাশাপাশি শিক্ষার্থীরা গণপরিবহনে হাফ পাশ ও নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করছেন।

নেতৃবৃন্দ মহান বুদ্ধিজীবী দিবসে শহিদদের স্মরণ করে এবং সমাজের সকল ন্যায়সঙ্গত আন্দোলনে জনগনের পাশে থাকার প্রতিশ্রতি ব্যক্ত করেন।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়