২৭ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২২:২৯, ২৭ জানুয়ারি ২০২৩

আপডেট: ১৩:৪৯, ২৮ জানুয়ারি ২০২৩

মা সন্তা‌নের সব‌চে‌য়ে বড় শিক্ষক: আইভী

মা সন্তা‌নের সব‌চে‌য়ে বড় শিক্ষক: আইভী

প্রেস নারায়ণগঞ্জ: নারায়গ‌ঞ্জে চন্দ্রবিন্দু শিশু মনন বিকাশ কে‌ন্দ্রের এক যুগ পূ‌র্তি ও তৃতীয় সমাবর্তন উৎসব অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। শুক্রবার (২৭ জানুয়ারি) বিকা‌লে আলী আহম্মদ চুনকা নগর পাঠা‌গা‌র মিলনায়ত‌নে অনু‌ষ্ঠিত সংগঠ‌নের আ‌লোচনা, সনদ প্রদান, পুরস্কার বিতরন প‌র্বে প্রধান অ‌তি‌থি ছি‌লেন নারায়ণগঞ্জ সি‌টি কর্পোরেশ‌নের মেয়র ডা. সে‌লিনা হায়াৎ আইভী।

প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে মেয়র ব‌লেন, আ‌মি সব সময় শিশু‌দের জন‌্য কিছু করার চেষ্টা ক‌রি। শিশুরা হ‌চ্ছে আমা‌র কা‌জের অনু‌প্রেরনা। শিশুদের মা‌`দের ধন‌্যবাদ জা‌নি‌য়ে ব‌লেন, মা হ‌চ্ছে সন্তা‌নের সব‌চে‌য়ে বড় শিক্ষক। আপনা‌রা অ‌নেক কষ্ট ক‌রেন সন্তান‌কে মানুষ করার জন‌্য।

চন্দ্রবিন্দু শিশু মনন বিকাশ কে‌ন্দ্রের প‌রিচালক সাইফুল আলম নান্টুর সভাপতি‌ত্বে অনুষ্ঠা‌নে উপ‌স্থিত ছিলেন নারায়ণগঞ্জ সাংস্কৃ‌তিক জোট সভাপ‌তি ভবানী শংকর রায়, চল‌চ্চিত্র নির্মাতা ও জগন্নাথ বিশ্ববিদ‌্যালয়ের ফিল্ম এন্ড টে‌লি‌ভিশন বিভাগ শিক্ষক রা‌কিবুল হাসান। আ‌লোচনা শে‌ষে সংগ‌ঠনের শিশু‌দের অংশগ্রহ‌নে সাংস্কৃতিক প‌রি‌বেশনা অনু‌ষ্ঠিত হয়।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়