২৭ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ১৭:৪৪, ২৬ সেপ্টেম্বর ২০২২

আপডেট: ১৭:৪৭, ২৬ সেপ্টেম্বর ২০২২

রেলের জমি আত্মসাৎ: নাগরিক কমিটির মানববন্ধন মঙ্গলবার

রেলের জমি আত্মসাৎ: নাগরিক কমিটির মানববন্ধন মঙ্গলবার

প্রেস নারায়ণগঞ্জ: রেলওয়ের ভূমি আত্মসাতের প্রতিবাদে মানববন্ধনের ডাক দিয়েছে নাগরিক কমিটি। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল দশটায় নগরীর এক নম্বর রেলগেইট এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হবে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন নাগরিক কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রেলওয়ের কিছু অসাধু কর্মকর্তা দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের কতিপয় ভূমিদস্যুদের সাথে আঁতাত করে রেলওয়ের ভূমি আত্মসাতের প্রক্রিয়া চালিয়ে আসছে। ১নং রেলগেটের কছে ৪৭ হাজার দুইশ বর্গফুট ভূমিটি দশ বছর আগে তথাকথিত রেলওয়ে কল্যাণ ট্রাস্ট সংগঠনের নামে বরাদ্দ নিয়ে মার্কেট তৈরি করে আত্মসাতের উদ্যোগ নিয়েছিল। তখন নারায়ণগঞ্জে নাগরিক আন্দোলনের ফলে তা বন্ধ হলেও এখন নতুন করে আবার তারা সে ভূমি আত্মসাতের প্রক্রিয়া শুরু করেছে। নারায়ণগঞ্জের কতিপয় ভূমিদস্যু রাজনীতিবিদ ও রেলওয়ের কর্মকর্তারা সমন্বিতভাবে এ প্রক্রিয়ায় যুক্ত হয়েছে।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়