০৮ মে ২০২৪

প্রকাশিত: ২১:৫৮, ২৭ জানুয়ারি ২০২২

আপডেট: ২১:৫৯, ২৭ জানুয়ারি ২০২২

শ্রমজীবীদের মাঝে মাস্ক বিতরণে কাউন্সিলর শকু

শ্রমজীবীদের মাঝে মাস্ক বিতরণে কাউন্সিলর শকু

প্রেস নারায়ণগঞ্জ: চাষাঢ়ায় রিকশাচালক, বাসচালক ও যাত্রী, ফুটপাতের হকার, ফলের দোকানদার ও পথচারীদের মধ্যে মাস্ক বিতরণ করেছেন নাসিকের ১২নং ওয়ার্ডের কাউন্সিলর শওকত হাশেম শকু। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকালে ৭ম দিনের মতো সহস্রাধিক মাস্ক বিতরণ করেন শকু। মাস্ক বিতরণে সহযোগিতায় করেছে খন্দকার ফাউন্ডেশন।

এর আগে বুধবার খানপুরে অবস্থিত নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালে মাস্ক বিতরণ করেছিলেন কাউন্সিলর শকু।

মাস্ক বিতরণকালে কাউন্সিলর শকু বলেন, আমি গত ৭ দিন ধরে একটানা মাস্ক বিতরণ করে যাচ্ছি। আপনারা জানেন ওমিক্রনে প্রতিদিন সংক্রমন বাড়ছে। আমাদের সচেতনতার এখনো অনেক অভাব। বুধবার করোনা হাসপাতালে মাস্ক বিতরণকালে দেখেছি মানুষের মধ্যে সচেতনতার অনেক অভাব। আজকেও দেখলাম বেশিরভাগ মানুষের মুখে মাস্ক নেই। অথচ মাস্কই আমাদের প্রধান প্রতিষেধক। অনেকে মনে করেন করোনার টিকা নিলে করোনা আক্রান্ত হবে না অথচ এটা সঠিক নয়। কারণ করোনার টিকা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কিন্তু টিকা নিলেও তার করোনা হতে পারে। আপনারা জানেন করোনা মহামারী প্রকট আকার ধারণ করায় গত দুই বছরে আমার নেতৃত্বে টিম কুইক রেসপন্স করোনা হাসপাতাল ও এলাকায় কাজ করেছে।এবারও আমার টিম রেডি রয়েছে। আমি গত ১৮ জানুয়ারী থেকে ৭ দিন মাস্ক বিতরণ করেছি।জনসচেতনতা বাড়াতে প্রয়োজনে আরো করবো। জনসচেতনতা বাড়াতে জনপ্রতিনিধি ও যেসব সেচ্ছাসেবী সংগঠন রয়েছে তাদেরকেও এগিয়ে আসার আহবান জানান তিনি৷

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়