২৭ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২০:১৪, ২ ডিসেম্বর ২০১৮

আপডেট: ১৪:০২, ১২ ডিসেম্বর ২০১৮

২০০ টাকার জন্য খোকা মোল্লার মনোনয়ন বাতিল!

২০০ টাকার জন্য খোকা মোল্লার মনোনয়ন বাতিল!

প্রেস নারায়নগঞ্জ: মাত্র ২০০ টাকার স্ট্যাম্প পেপারের জন্য বাতিল হলো নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থীর সালাউদ্দিন খোকা মোল্লার মনোনয়নপত্র।

সোমবার (২ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে জেলা রিটার্নিং অফিসার কর্তৃক প্রার্থীদের জমাকৃত মনোনয়নপত্র বাছাই। এ সময় জমাকৃত ৬১টি মনোনয়নপত্রের মধ্যে ১৪টি মনোনয়নপত্র বাতিল ঘোািষত হয়। বাতিলকৃত মনোনয়নপত্রের মধ্যে একটি হচ্ছে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সালাউদ্দিন খোকা মোল্লার। নির্বাচন কমিশনে মনোনয়নপত্র দাখিলকৃত হলফনামার ত্রুটির কারণে জেলা রিটার্নিং অফিসার রাব্বী মিয়া তার মনোনয়নপত্র বাতিল করেন।

মনোনয়নপত্র বাতিলের কারণ হিসবে জেলা রিটার্নিং অফিসার রাব্বী মিয়া বলেন, ‘মনোনয়নপত্রের সঙ্গে হলফনামা অনুসারে ২০০ বা ৩০০ টাকা স্ট্যাম্প পেপার। কিন্তু তিনি তা দেন নি। তাই তার মনোনয়ন বাতিল ঘোষণা করা হলো।’

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়