৩০ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২০:৩৮, ২০ এপ্রিল ২০২১

রূপগঞ্জে যুবক হত্যার রহস্য উদঘাটন, কথিত স্ত্রীসহ গ্রেফতার ৩

রূপগঞ্জে যুবক হত্যার রহস্য উদঘাটন, কথিত স্ত্রীসহ গ্রেফতার ৩

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে আকাশ (২২) নামে এক যুবক হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ৷ গত সোমবার ঘটনার সাথে জড়িত আকাশের কথিত স্ত্রী, বন্ধু ও বন্ধুর কথিত স্ত্রীকে গ্রেফতারের পর হত্যাকান্ড রহস্য সামনে আসে৷ মঙ্গলবার (২০ এপ্রিল) গ্রেফতার আসামিরা হত্যার দায় স্বীকার করে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিও দিয়েছেন৷ বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন৷

গত ১২ এপ্রিল বিকেলে রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার বরাব বাজার এলাকার একটি আবদ্ধ ঘর থেকে হবিগঞ্জ সদর থানার পোদ্দার বাজার এলাকার হেকিম মিয়ার ছেলে আকাশের লাশ উদ্ধার করে পুলিশ। তথ্য ও প্রযুক্তির সহায়তায় ১৯ এপ্রিল রাতে রূপগঞ্জ থানার ওসি (ভারপ্রাপ্ত) জসিম উদ্দীনের নেতৃত্বে হবিগঞ্জ থেকে তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন হবিগঞ্জ জেলার সদর থানার পোদ্দার বাজার এলাকার সোহেল মিয়ার ছেলে সুমন মিয়া, একই এলাকার জিতু মিয়ার মেয়ে শাবনূর, মালেক মিয়ার মেয়ে সাবিনা আক্তার।

পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদে আসামিদের দেওয়া তথ্যের বরাতে রূপগঞ্জ থানার ওসি জসিম উদ্দিন বলেন, গতমাসে আকাশ ও বন্ধু সুমন দুই নারীকে নিয়ে রূপগঞ্জ উপজেলার বরাব এলাকার শুক্কুর আলীর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে দু’টি কক্ষ ভাড়া নেন৷ স্ত্রী পরিচয়ে শাবনূরকে নিয়ে এককক্ষে আকাশ এবং অন্যকক্ষে সাবিনা আক্তারকে নিয়ে থাকতেন বন্ধু সুমন৷ ভিন্ন কক্ষে থাকলেও একসাথে রান্না হতো তাদের৷

ওসি জসিমউদ্দিন বলেন, এদিকে পাওনা টাকা না পেয়ে প্রতিবেশী সিদ্দিকের বিরুদ্ধে আদালতে মামলা করেন আকাশের হেকিম মিয়া৷ মামলা করায় সিদ্দিক ক্ষুব্দ হয়ে হেকিম মিয়ার ছেলে আকাশকে হত্যার পরিকল্পনা করেন৷ একই গ্রামের লোক হওয়াতে সিদ্দিকের সঙ্গে সুমন ও আকাশের কথিত স্ত্রী শাবনূরের খুব ভালো সম্পর্ক ছিল। পরে শাবনূর ও সুমনকে হত্যার কন্ট্রাক্ট দেয় সিদ্দিক৷ গত ১১ এপ্রিল রাতে পরিকল্পনা অনুযায়ী নুডুলসের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করা হয় আকাশকে৷ এরপর  শাবনূর, সুমন ও সাবিনা আক্তার ওড়া পেঁচিয়ে আকাশকে শ্বাসরোধে হত্যা করে৷ হত্যার পর ঘটনার সাথে আসামিরা পালিয়ে গেলেও পুলিশের তদন্তে বেরিয়ে আসে আসল ঘটনা৷ গ্রেফতার হয়েছেন ঘটনার সাথে জড়িত আকাশের কথিত স্ত্রী, বন্ধু ও বন্ধুর কথিত স্ত্রী৷ তবে এখনও পলাতক সিদ্দিক মিয়া৷ তাকে গ্রেফতারেও অভিযান চলছে৷

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়