২৭ এপ্রিল ২০২৪

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৩৩, ২৬ মার্চ ২০২৪

বাংলাদেশে ভারতের তাবেদারি সরকার চলছে: নুর

বাংলাদেশে ভারতের তাবেদারি সরকার চলছে: নুর

গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘ডামি নির্বাচন’ আখ্যা দিয়ে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘বাংলাদেশে প্রতিবেশী ভারতের একটা তাবেদারি সরকার চলছে৷ যে সরকার জনগণের ভোটের অধিকার হরণ করে বিরোধীদলের নেতা-কর্মীদের হত্যা করে, গুম করে, জেলে নিয়ে মামলা দিয়ে রাষ্ট্র চালাচ্ছে৷’

মঙ্গলবার (২৬ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় একটি রেস্তোরাঁ স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতারের আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন৷

নুরুল হক বলেন, ‘বিরোধীদলের ৪০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে দেড় লক্ষ মামলা৷ ৭ জানুয়ারি একটা ডামি নির্বাচন হয়েছে৷ জনগণ সে নির্বাচনে ভোট দেয়নি৷ অনেকে বর্তমান সরকারকে বলে ফাইভ পার্সেন্ট সরকার৷ কেননা ৯৫ পার্সেন্ট জনগণ এ সরকারকে প্রত্যাখ্যান করেছে৷ তারপরও তাদের দাপট এবং হুমকি-ধমকি৷’

স্বাধীনতার ৫৩ বছরেও বাংলাদেশের জনগণের অর্থনৈতিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক মুক্তি মেলেনি বলেও মন্তব্য করেন তিনি৷

‘স্বাধীনতার ৫৩ বছরে এসে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন, ভোট ও নাগরিক অধিকারের জন্য লড়াই করতে হচ্ছে৷ গণতন্ত্র ও ন্যায়বিচারের জন্য লড়াই করতে হচ্ছে৷ মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীন ও সার্বভৌম ভূখন্ড পেলেও রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক মুক্তি মেলেনি৷’

নুরুল বলেন, ‘কোন বক্তব্য দিলে, কিছু লিখলে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়৷ গোটা দেশের মানুষ এ জালিম শাহীর কাছে জিম্মি৷ এদেশে রাজনীতি করছে ইয়াবা বদি, বিচ্ছু শামসু, আন্ডা রফিকরা৷ মেধাবীরা রাজনীতি থেকে দূরে সরে যাওয়ায় দুর্বৃত্ত ও মাফিয়ারা রাজনীতিকে নিয়ন্ত্রণ করছে৷’

ছাত্র-তরুণ-যুবকদের ‘নতুন এ মুক্তিসংগ্রামে’ অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানিয়ে ডাকসুর সাবেক ভিপি বলেন, ‘শুধুমাত্র মুক্তিযুদ্ধ নয় ভাষা আন্দোলন থেকে শুরু করে সমস্ত আন্দোলন-সংগ্রামে ছাত্র, যুবক ও তরুণরা অগ্রণী ভূমিকা পালন করেছে৷ ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলন করেছিলাম, সে সময় সারাদেশে কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একটা জাগরণ ঘটেছিল৷ পরে নিরাপদ সড়ক আন্দোলনে রাষ্ট্রের অনিয়ম, অবিচার ও অন্যায়ের বিরুদ্ধে কিশোর বিদ্রোহ হয়েছিল৷ কিন্তু ছাত্র, কিশোরদের গণতন্ত্র, ভোটাধিকার, ন্যায়বিচারের পক্ষে রাজপথে নামতে দেখা যায় না৷
‘বিভিন্ন গবেষণায় দেখা গেছে, দেশের ৮২ শতাংশ উচ্চশিক্ষিত তরুণ দেশে থাকতে চায় না৷ কারণ এদেশকে শিক্ষা, চিকিৎসা ও ভবিষ্যতের জন্য তারা নিরাপদ মনে করে না৷ আমাদের প্রিয় মাতৃভূমিকে কারা অনিরাপদ করেছে সে প্রশ্ন তরুণ বন্ধুদেরই করতে হবে৷’

তিনি আরও বলেন, ‘এ দেশে গত ৫৩ বছরে প্রতিহিংসা ও ক্ষমতা দখলের রাজনীতি চলেছে৷ আমরা প্রতিহিংসা ও দখলদারির রাজনীতি নয় সম্প্রতি ও সহনশীলতার রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই৷ বিএনপিসহ ৬৩ রাজনৈতিক দল নির্বাচন বর্জন করেছিলাম, নির্বাচন বর্জন করেই আমরা থেমে যাইনি৷ আন্দোলন এখনও চলছে৷’

শ্রীলঙ্কার উদাহরণ টেনে নুরুল হক বলেন, ‘শ্রীলঙ্কায় যখন রাজনৈতিক নেতৃবৃন্দ ব্যর্থ হয়েছে তখন জনগণ গণঅভ্যূত্থান ঘটিয়েছে৷ এখানেও জাতীয় নেতৃবৃন্দ সঠিক দিকনির্দেশনায় ব্যর্থ হলে জনগণ আরব-বসন্তের মতো বাংলা-বসন্ত ঘটাবে৷ সেই আন্দোলনে নেতৃত্ব দিতে হবে ছাত্র-যুবক-তরুণদের৷’

দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, ‘স্বাধীনতা দিবসেও দেখছি, আনন্দ উদযাপনের চেয়ে মানুষের মধ্যে হতাশা বেশি৷ দেশটাকে এমন অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে৷ আওয়ামী লীগ আর গণতন্ত্রের পক্ষের শক্তি হিসেবে নাই৷ আজকে কথা বলার, ভোট দেওয়ার স্বাধীনতা নাই৷ চারদিকে কেবল গুম, খুনের ঘটনা৷ নারায়ণগঞ্জের সাতখুন ও ত্বকী হত্যার ঘটনা আমরা ভুলে যাইনি৷ কিন্তু ক্ষমতায় সারাজীবন কেউ থাকতে পারেনি৷

‘তাই হতাশ না হয়ে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবার আহ্বান৷ নতুন কৌশলে নতুনভাবে আন্দোলন করতে হবে৷ ভারতের তাবেদারি আমরা করবো না৷ স্বাধীনতা ও সার্বভৌমত্বের এ আন্দোলনে বিজয়ী হতে হবে৷’

ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানান রাশেদ৷

গণঅধিকার পরিষদের নারায়ণগঞ্জ জেলা কমিটির এ আয়োজনে সভাপতিত্ব করেন জেলা সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ এবং সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান৷

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা মাসুকুল ইসলাম রাজিব ও ১৩ নং ওয়ার্ড কাউসিলর, মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। 

সর্বশেষ

জনপ্রিয়