২৭ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২০:০১, ২০ ডিসেম্বর ২০১৯

মিরপুরের পর এবার উত্তরাকে হারাল নারায়ণগঞ্জ-৯৭

মিরপুরের পর এবার উত্তরাকে হারাল নারায়ণগঞ্জ-৯৭

প্রেস নারায়ণগঞ্জ: উত্তরা-৯৭ ব্যাচ ও নারায়ণগঞ্জ-৯৭ ব্যাচের মধ্যকার প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এই ম্যাচে মিরপুর-৯৭ ব্যাচের মতো উত্তরাকেও উড়িয়ে দিল নারায়ণগঞ্জ।

শুক্রবার (২০ ডিসেম্বর) উত্তরা ১৪ নম্বর সেক্টর খেলার মাঠে স্বাগতিককে ৯ উইকেটে হারায় নারায়ণগঞ্জ। টসে জিতে উত্তরাকে ব্যাটিংয়ে পাঠান অতিথি দলের অধিনায়ক সানোয়ার কবীর নিতু।

নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১২৪ রান করে উত্তরা। দলের হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন মুন্না। রাকিবের ব্যাট থেকে আসে ২৩ রান। জবাবে সোহেল রানা ও সেলিম রেজার ১০০ রানের ওপেনিং জুটিতে লক্ষ্য আরও সহজ বানিয়ে ফেলে নারায়ণগঞ্জ। ৪০ রান করে উইকেট ছাড়া হন সেলিম। ঝড়ো ব্যাটিং অব্যাহত রাখেন সোহেল। ৬ ছক্কা আর ৪ চারে অনবদ্য ৭১ রানের ইনিংস খেলেন তিনি।

তিন ওভার বাকি থাকতেই দলের আনন্দে মাতে নারায়ণগঞ্জ। ম্যাচসেরা হন সোহেল।

প্রসঙ্গত, নারায়ণগঞ্জ জেলা থেকে ১৯৯৭ সালে এসএসসি পরীক্ষায় অংশ নেয়াদের নিয়ে গড়া ক্রিকেট দলের নাম ‘নারায়ণগঞ্জ ব্যাচ ৯৭ ক্রিকেট দল’। গত ১৬ নভেম্বর নিজেদের মাঠে মিরপুর-৯৭ দলকে ৮ উইকেটে হারিয়েছিল তারা।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়