০৮ মে ২০২৪

প্রকাশিত: ২০:৩৮, ২২ মার্চ ২০২০

হ্যান্ড স্যানিটাইজার তৈরি করছেন বিদ্যানিকেতনের শিক্ষকরা

হ্যান্ড স্যানিটাইজার তৈরি করছেন বিদ্যানিকেতনের শিক্ষকরা

প্রেস নারায়ণগঞ্জ: সামাজিক দায়বদ্ধতা থেকে নগরের বিদ্যানিকেতন হাই স্কুলের শিক্ষকরা দশ হাজার হ্যান্ড স্যানিটাইজার তৈরি কার্যক্রম শুরু করেছে। রবিবার (২২ মার্চ) সকালে স্কুল প্রাঙ্গনে সকল শিক্ষক হ্যান্ড স্যানিটাইজার তৈরি কার্যক্রমে অংশগ্রহণ করে।

বিদ্যানিকেতন ট্রাষ্টের অর্থায়নে প্রথম দিন তারা বিজ্ঞানসম্মতভাবে দেড় হাজার হ্যান্ড স্যানিটাইজার তৈরি করেন। পরে এসব স্যানিটাইজার এলাকার বাড়িতে বাড়িতে এবং ভূইয়ারবাগ জামে মসজিদে জোহর নামাজের পর মুসুল্লিদের মধ্যে বিনামূল্যে বিতরণ করে এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার পদ্ধতি শিখিয়ে দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যানিকেতন ট্রাষ্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম, ট্রাষ্ট সদস্য মোয়াজ্জেম হোসেন সোহেল, বিদ্যানিকেতন হাই স্কুলের প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা, শিফট ইনচার্জ সালমা আকতার, হাবিবা সুলতানা প্রমুখ।

উদ্দ্যোক্তারা জানান, বিদ্যানিকেতন ট্রাষ্টের সহায়তায় তারা করোনা ভাইরাস মুক্ত রাখা এবং জনসাধারণের মধ্যে সচেতনা সৃষ্টি করার জন্য এ কার্যক্রম শুরু করেছে।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়