২৮ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২১:৫৭, ২৫ ফেব্রুয়ারি ২০২২

আপডেট: ২১:৫৮, ২৫ ফেব্রুয়ারি ২০২২

বইমেলায় সৈয়দা মেরীনার কাব্যগ্রন্থ ‘নীল জলসায়’

বইমেলায় সৈয়দা মেরীনার কাব্যগ্রন্থ ‘নীল জলসায়’

প্রেস নারায়ণগঞ্জ: এবারের অমর একুশে বইমেলায় সৈয়দা মেরীনা আক্তারের একক কাব্যগ্রন্থ `নীল জলসায়` প্রকাশিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে মাস্টার্স শেষ করে শিক্ষকতাকে পেশা হিসেবে নিয়েছেন তিনি। বর্তমানে নারায়ণগঞ্জ কলেজে সহকারি অধ্যাপক ও বিভাগীয় প্রধান (বাংলা বিভাগ) হিসেবে কর্মরত রয়েছেন। তিনি ফতুল্লা সৈয়দ বাড়ীর মৃত সৈয়দ হাসেমের মেয়ে।

এবারের বই মেলায় তাঁর একক কাব্যগ্রন্থ `নীল জলসায়` ছাড়াও ধূলিকণা - ৩য় সংখ্যা - এখানে `নজরুল ও বঙ্গবন্ধু একই পথের পথিক `এই নামে একটি প্রবন্ধ প্রকাশিত হয়েছে। সৈয়দা মেরীনা আক্তারের `নীল জলাসয়` কাব্যগ্রন্থটি পাওয়া যাচ্ছে বাংলা একডেমির বইমেলার আশালতা প্রকাশনী- স্টলনং- ৩৪৪ সোহরাওয়ার্দী উদ্যান ৷ সৈয়দা মেরীনা আক্তার বর্তমানে গবেষণাধর্মী সাহিত্যে নিয়ে কাজ করছেন ৷

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়