০৮ মে ২০২৪

প্রকাশিত: ১৭:১৭, ২৩ জানুয়ারি ২০২০

অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেটে ঢাকা সাউথ জোনের ফাইনালে নারায়ণগঞ্জ

অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেটে ঢাকা সাউথ জোনের ফাইনালে নারায়ণগঞ্জ

প্রেস নারায়ণগঞ্জ: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভলেপমেন্টর আয়োজনে ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার ঢাকা সাউথ জোনে ফাইনালে উঠেছে নারায়ণগঞ্জ।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) গোপালগঞ্জের শেখ কামাল স্টেডিয়ামে ৫০ ওভারের ম্যাচে সেমিফাইনালে প্রতিপক্ষ মানিকগঞ্জকে ১২৩ রানের বড় ব্যবধানে পরাজিত করে ফাইনালে উঠে নারায়ণগঞ্জ।

প্রথমে টসে জিতে ব্যাটিং করতে নেমে নারায়ণগঞ্জ ৪৬.৩ ওভারে সব উইকেট হারিয়ে ২০৯ রান করে। জয়ের জন্য ২১০ রানের লক্ষ্য পায় মানিকগঞ্জ। লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নারায়ণগঞ্জের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে অনেকটা অসহায় হয়ে পড়ে মানিকগঞ্জের ব্যাটস্যম্যানরা। বোলারদের তোপের মুখে ২৯ ওভারে ৮৬ রানে অলআউট হয়ে যায় মানিকগঞ্জ। ফলে ১২৩ রানের বড় জয় পায় নারায়ণগঞ্জ।

নারায়ণগঞ্জের পক্ষে অধিনায়ক জিসান আলম সর্বোচ্চ ৮৮ রান ও ১ উইকেট নিয়ে দলের জয়ে বড় অবদান রাখে। এছাড়া দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান করে সিয়াম মিয়া। নারায়ণগঞ্জের বোলার শাফায়েত ইসলাম হ্যাট্রিকসহ ৫ উইকেট পায়।

টুর্নামেন্টে সব কয়টি ম্যাচে জয় পেয়ে সেমিফাইনালে ওঠে নারায়ণগঞ্জ। আর সেমিফাইনালে মানিকগঞ্জকে পরাজিত করে ফাইনালে উঠেছে। আগামী ২৬ শে জানুয়ারি নারায়ণগঞ্জ ফাইনালে মুখোমুখি হবে আগামীকালের (২৪ জানুয়ারি) সেমিফাইনালের জয়ী টাঙ্গাইল অথবা ময়মনসিংহ দলের।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়