২৬ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ১৯:৪৭, ২৪ এপ্রিল ২০২০

আপডেট: ২২:১৫, ২৪ এপ্রিল ২০২০

চাঁদ দেখা গেছে, রোজা শনিবার

চাঁদ দেখা গেছে, রোজা শনিবার

প্রেস নারায়ণগঞ্জ: আগামীকাল থেকে রোজা শুরু হচ্ছে। শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বৈঠক করে এ ঘোষণা দেন ধর্ম সচিব নুরুল ইসলাম।

বৈঠক শেষে জানানো হয়, দেশের জামালপুর ও নেত্রকোনা এলাকায় রমজানের চাঁদ দেখা গেছে ফলে আগামী শনিবার থেকে শুরু হবে রমজান মাস গণনা। সে ক্ষেত্রে আজ দিবাগত ভোররাতে সাহ্‌রি খেয়ে প্রথম রোজা রাখতে হবে।

এদিকে রমজান মাসে মসজিদে এশা ও তারাবির নামাজে খতিব, ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও দুই জন হাফেজসহ সর্বোচ্চ ১২ জন অংশ নিতে পারবেন বলে বিজ্ঞপ্তি জারি করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ নির্দেশনা না মানলে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনী সংশ্লিষ্ট দায়িত্বশীলদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে। ইফতার মাহফিলের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়