২৬ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ১৮:০৬, ২৩ মে ২০১৯

আপডেট: ২০:২৯, ২৩ মে ২০১৯

বন্ধ হয়ে গেছে জনপ্রিয় ফেসবুক গ্রুপ ‘নারায়ণগঞ্জস্থান’

বন্ধ হয়ে গেছে জনপ্রিয় ফেসবুক গ্রুপ ‘নারায়ণগঞ্জস্থান’

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের জনপ্রিয় ফেসবুক গ্রুপ ‘নারায়ণগঞ্জস্থান’ বন্ধ করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ মে) সকালে গ্রুপটির কার্যক্রম বন্ধ করে দেয় ফেসবুক কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার সকালে হঠাৎ করেই গ্রুপটি হারিয়ে যায়। গ্রুপের নাম লিখে সার্চ দিয়ে খুঁজে না পেয়ে নানা প্রশ্ন উঠতে থাকে গ্রুপটির সদস্যদের মধ্যে। পরে জানা যায়, গ্রুপটিকে ডিজেবল করে দিয়েছে ফেসবুক। এর আগে গ্রুপটিকে ‘আর্কাইভ’ করে রাখা হয়। তবে ফেসবুক কর্তৃপক্ষ নাকি হ্যাকিং এর মাধ্যমে গ্রুপটি বন্ধ হয়েছে এ বিষয়ে নিশ্চিত কিছু জানাতে পারেনি গ্রুপটির এডমিন আরেফিন রওশন হৃদয়।

তিনি বলেন, ‘সকালে দুইবার আমার আইডি হ্যাক করার চেষ্টা করা হয়। এ বিষয়ে ফেসবুক কর্তৃপক্ষ থেকে দুটি সতর্কতা বার্তাও পাই। এই ঘটনার প্রায় ৩০ মিনিট পর বন্ধ করে দেয়া হয় ‘নারায়ণগঞ্জস্থান’ গ্রুপটি।’

তিনি আরো বলেন, ‘আমরা সঠিকভাবে বলতে পারছি না গ্রুপটি হ্যাকিং এর মধ্য দিয়ে বন্ধ করা হয়েছে। এমনও হতে পারে কোনো করণে ফেসবুক কর্তৃপক্ষ এটা করেছে। তবে গ্রুপটি রিকভার করার জন্য আমরা চেষ্টা করছি। আমাদের সদস্যরা কাজ করছে। আশা করি ৩-৪ দিনের মধ্যে আমরা গ্রুপটি ফিরে পাবো।’

আরেফিন রওশন হৃদয় গ্রুপের সদস্যদের উদ্দেশ্যে বলেন, ‘গ্রুপ ডিজেবল হলেও গ্রুপের বিশেষ ইভেন্ট ‘ক্ষুদ্র প্রচেষ্টা’র কার্যক্রম অব্যাহত রয়েছে। এই ইভেন্টটি সফল করার জন্য আমরা শেষ পর্যন্ত কাজ করে যাবো।’

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়