২৭ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২২:১২, ২৮ জানুয়ারি ২০১৯

বিকেএমইএ নেতাদের সঙ্গে নেপালের ব্যবসায়ীদের বৈঠক

বিকেএমইএ নেতাদের সঙ্গে নেপালের ব্যবসায়ীদের বৈঠক

প্রেস নারায়ণগঞ্জ: বিকেএমইএ নেতাদের সঙ্গে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের আমদানিকারকদের কাছে সুতা রফতানির আগ্রহ প্রকাশ করেছে নেপাল। সোমবার (২৮ জানুয়ারি) নিট পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিকেএমইএ’র ঢাকা কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এই আগ্রহের কথা জানান বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ধন বাহাদুর ওলি।

বিকেএমইএ’র সহ-সভাপতি মনসুর আহমেদ এর সভাপতিত্ব বৈঠকে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সহ-সভাপতি ফজলে শামীম এহসান, পরিচালক মোস্তফা জামাল পাশা, মোস্তফা মনোয়ার ভূঁইয়া, শহীদ উদ্দিন আহমেদ আজাদ, নেপাল ইয়ার্ন প্রডিউসার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান পবন কুমার গোলিয়ান, রিলায়েন্স স্পিনিং মিল লি., নেপাল-এর পরিচালক অক্ষয় গোলিয়ানসহ বিকেএমইএ ও নেপাল দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নেপাল তাদের চারটি স্পিনিং কারখানার সাহায্যে পলিয়েস্টার, ভিসকস, ল্যাকরাসহ কয়েক ধরনের সুতা উৎপাদন করছে। যা তুরস্ক, ভারত, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে রফতানি হচ্ছে। ভৌগলিক অবস্থানগত দিক থেকে কাছাকাছি হওয়ায় কম সময় ও কম খরচে বাংলাদেশে সুতা রফতানির সুযোগ রয়েছে নেপালের।

বৈঠকে বলা হয়, ভারত ও পাকিস্তানের তুলনায় প্রতিযোগিতামূলক দামে বাংলাদেশ নেপালের কাছ থেকে সুতা পেতে পারে। তবে এক্ষেত্রে বাংলাবান্ধা স্থলবন্দরে বিদ্যমান অবস্থা রফতানির ক্ষেত্রে বড় বাধা বলে উল্লেখ করা হয়। এক্ষেত্রে সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে বাংলাদেশে সুতা রফতানির ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করতে বিকেএমইএ নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করে নেপালের প্রতিনিধি দল।

বিকেএমইএ’র পক্ষ থেকে বৈঠকে জানানো হয়, নেপালের কাছ থেকে সুতা আমদানি সহজতর হলে কম সময় ও কম খরচে পাওয়া সুতা বাংলাদেশের তৈরি পোশাকের উৎপাদন ও রফতানি বৃদ্ধিতে সহায়ক হবে। রফতানির বাধা দূর করতে নেপালের প্রতি বিকেএমইএ’র সহযোগিতা অব্যাহত থাকবে।

উল্লেখ্য এর অংশ হিসেবে গতকাল রবিবার (২৭ জানুয়ারি) দুপুরে নেপালের এক উচ্চ পর্যায়ের বানিজ্য প্রতিনিধি দল নারায়ণগঞ্জ আসেন। তারা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাথে পারস্পরিক ব্যবসায়িক বিষয়ে এক মতবিনিময় সভায়ও মিলিত হন।

 

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়