২৬ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ১৫:৪৯, ২৬ জুলাই ২০২১

আপডেট: ১২:৩৮, ২৭ জুলাই ২০২১

অপরিচ্ছন্ন পরিবেশ, মূল্যতালিকা না থাকায় ২ প্রতিষ্ঠানে জরিমানা

অপরিচ্ছন্ন পরিবেশ, মূল্যতালিকা না থাকায় ২ প্রতিষ্ঠানে জরিমানা

প্রেস নারায়ণগঞ্জ: অপরিষ্কার ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য পণ্য তৈরী ও পণ্যের মূল্যতালিকা প্রর্দশন না করায় ২ প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জরিমানা করেছে নারায়ণগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (২৬ জুলাই) নারায়ণগঞ্জ ভোক্তার অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

অভিযানে নগরীর ২নং রেল গেইট এলাকায় আশীর্বাদ মিষ্টান্ন ভান্ডারকে ২ হাজার ও ফলপট্টি এলাকায় মেসার্স লাভলু ব্রাদার্স এন্ড স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে সেলিমুজ্জামান জানান, অপরিষ্কার ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য পণ্য তৈরী এবং অবৈধভাবে দধি ও ঘি তৈরীর অপরাধে নগরীর ২নং রেলগেইট এলাকার আশীর্বাদ মিষ্টান্ন ভান্ডারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারায় ২ হাজার টাকা এবং পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে ৬নং মীর জুমলা সড়ক, ফলপট্টি এলাকায় মেসার্স লাভলু ব্রাদার্স এন্ড স্টোরকে ৩৮ ধারায় ১ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় অভিযানে আরও উপস্থিত ছিলেন, জেলা ক্যাব এর প্রতিনিধি এবং জেলা পুলিশের একটি টিম।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়