২৬ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২০:২১, ১৪ সেপ্টেম্বর ২০২১

আপডেট: ২০:২১, ১৪ সেপ্টেম্বর ২০২১

আড়াইহাজারে মঞ্জুর ফুড প্রোডাক্টসকে জরিমানা

আড়াইহাজারে মঞ্জুর ফুড প্রোডাক্টসকে জরিমানা

প্রেস নারায়ণগঞ্জ: আড়াইহাজারের ব্রাহ্মনদি এলাকায় অবৈধ প্রক্রিয়ায় জুস তৈরী করার অপরাধে মঞ্জুর ফুড প্রোডাক্টসকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে নারায়ণগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের পরিচালক সোহেল আক্তার, জেলা ক্যাব এর প্রতিনিধি অমিতাভ চক্রবর্তী প্রমুখ।

অভিযানে মঞ্জুর ফুড প্রোডাক্টসকে মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল, বিএসটিআই অনুমোদন না নিয়ে পণ্যের গায়ে লোগো ব্যবহার, ক্ষতিকারক রং ও ফ্লেভার দিয়ে জুস তৈরী করায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে মো. সেলিমুজ্জামান জানান, মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল, বিএসটিআই অনুমোদন না নিয়ে পণ্যের গায়ে লোগো ব্যবহার, ক্ষতিকারক রং ও ফ্লেভার দিয়ে জুস তৈরী করার অপরাধে মঞ্জুর ফুড প্রোডাক্টসকে ২০০৯ এর ৪৩ ধারায় ১০ হাজার টাকা, ৪৪ ধারায় ১০ হাজার টাকা এবং ৫১ ধারায় ১০ হাজার টাকা জরিমানাসহ মোট ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়