২৬ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ১০:৪৮, ২৭ জানুয়ারি ২০২৩

আপডেট: ১০:৫২, ২৭ জানুয়ারি ২০২৩

আদর্শ শিক্ষক সম্মাননা পেলেন সাবেরা খানম

আদর্শ শিক্ষক সম্মাননা পেলেন সাবেরা খানম

প্রেস নারায়ণগঞ্জ: আদর্শ শিক্ষক সম্মাননা পেয়েছেন নারায়ণগঞ্জের সোনাকান্দা বালিকা প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সাবেরা খানম৷ ‘এথিকস ক্লাব বাংলাদেশ’ নামে সংগঠন দেশের ১২ জন শিক্ষককে ‘আদর্শ শিক্ষক সম্মাননা’ প্রদান করে৷

গত বুধবার (২৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘর মিলনায়তনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মনোনীত শিক্ষকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়৷

সম্মাননা পাওয়া সাবেরা খাতুন ১৯৪৬ সালের ১৫ অক্টোবর তৎকালীন যশোর জেলা নড়াইলে পহড়ডাঙ্গা  গ্রামে জন্মগ্রহণ করেন৷ ১৯৭০ সালে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ পানির ট্যাংকি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন৷ দুই মাস পর পদোন্নতি পেয়ে বন্দর উপজেলার ৫৫নং সোনাকান্দা সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে যোগ দেন। ২০০৩ সাল পর্যন্ত ওই স্কুলে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। ছাত্রছাত্রী, সহকর্মী ও এলাকার জনসাধারণের মধ্যে তিনি অত্যন্ত প্রিয় ছিলেন। তিন ছেলে ও এক মেয়ে নিয়ে সুখী অবসর জীবনযাপন করছেন সাবেরা খানম৷

সম্মাননা পেয়ে সাবেরা খানম বলেন, ‘এই সম্মাননা আমার ফেলে আসা শিক্ষক জীবনকে এক নতুন রঙে রাঙিয়ে দিয়েছে৷ আমি গর্বিত, কিন্তু এ গর্ব আমার নয়। আমার জীবনজুড়ে যারা ছোট-বড় নানান ভূমিকা রেখেছেন, যারা শিখিয়েছেন, যারা সমালোচনা করেছেন, যারা ভালোবেসেছেন তারাই আমার গর্ব৷ আমার মনে হচ্ছে তাদের ভালোবাসাই আজ আবার এই সম্মাননা হয়ে আমার জীবনে ফিরে এসেছে।’

তিনি আরও বলেন, ‘আমি আবেগে আপ্লুত হয়ে উঠছি। আজ থেকে ৫৩ বছর আগে শিক্ষক হবার যে সিদ্ধান্ত নিয়েছিলাম তা আজকে নতুন করে সার্থক মনে হচ্ছে। যতদিন বেঁচে থাকি এই স্মৃতি আমার মনে থাকবে আমাকে দেবে এক অনিশেষ আনন্দ।’

আয়োজক সংগঠন ‘এথিকস ক্লাব বাংলাদেশ’র প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সাবেরা খানম৷

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়