২৬ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ১৯:৫১, ৩১ মার্চ ২০২৩

আপডেট: ১৯:৫১, ৩১ মার্চ ২০২৩

ইফতার বাজারে ভ্রাম্যমাণ আদালত, জরিমানা

ইফতার বাজারে ভ্রাম্যমাণ আদালত, জরিমানা

প্রেস নারায়ণগঞ্জ: পবিত্র রমজান উপলক্ষে নিরাপদ খাদ্য কার্যক্রমের অংশ হিসেবে ইফতার সামগ্রী বিক্রির দোকানগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। শুক্রবার (৩১ মার্চ) বিকালে নগরীর চাষাড়ার বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করা হয়।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলোরা ইয়াসমিনের নেতৃত্বে ও জেলা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় দ্রব্য মূল্যের তালিকা সংরক্ষণ, ন্যায্য মূল্যে ও পরিচ্ছন্ন পরিবেশে ইফতার সামগ্রী বিক্রি ও তৈরির বিষয়ে সতর্ক করা হয়। এসময় ২ টি মামলায় ১৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও বিভিন্ন দোকানদার ও বিক্রেতাদের খাবারের পরিচ্ছন্নতা ও মানের বিষয়ে পরামর্শ দেয়া হয় এবং সতর্ক করা হয়।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়