২৬ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২১:৩৩, ২০ মার্চ ২০২৩

আপডেট: ২০:৫৪, ২১ মার্চ ২০২৩

ঈদের পর খেলবেন শামীম ওসমান

ঈদের পর খেলবেন শামীম ওসমান

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেন, তোলারাম কলেজের মাটির গন্ধে শরীরটা একটু গরম হয়। সামনে রোজার মাস, তাই একটু সংযম হই। রোজা-ঈদ যাক। তারপর যারা বলেছেন ১২টা-২৫টা বাজাবেন, ঈদের পরে নারায়ণগঞ্জের বাড়িতে চলে আসবো। কখন খেলবেন কয়টা বাজে খেলবেন। তখন নারায়ণগঞ্জের জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে খেলবো। আর সেই খেলায় আমরা জিতবো ইনশাআল্লাহ।

সোমবার (২০ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মুহাম্মদ গিয়াসউদ্দিনকে উদ্দেশ্য করে শামীম ওসমান বলেন, উনি অনেক কিছু করেছেন নারায়ণগঞ্জে। আামাদের নজরুল ইসলাম সুইটকে মারিয়েছেন, আমাদের জাফরকে মারিয়েছেন, আমাদের মাসদাইরের সেলিমকে মারিয়েছেন। বিএনপি নেতা তৈমূর আলম খন্দকারের ছোট ভাই সাব্বির আলম অত্যন্ত ভালো মানুষ ছিলেন, তাকে মারিয়েছেন। ওই মামলায় উনি হুকুমের আসামী ছিলেন। এই সেই লোক যে ডেবিডকে হত্যা করিয়েছেন।

শামীম ওসমান বলেন, যদি মনে করেন বিদেশিদের পা চেটে ষড়যন্ত্র করে ক্ষমতায় আসবেন তা হবে না। শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী আছেন জনগণের সমর্থনের আগামীতে থাকবেন৷ তাই নারায়ণগঞ্জের পরিবেশ ভালো রাখেন। কারন জনগণ যদি ক্ষেপে যায় তাহলে আপনাদের পায়ের তলার মাটি থাকবে না।

শামীম ওসমান বলেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, ভূমিদস্যুতারা আমাদের সমাজ নষ্ট করছে। তাদের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থানে থাকবে হবে।

কলেজের অধ্যক্ষ বিমল চন্দ্র সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি, জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, তোলারাম কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়