২৬ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২১:১৪, ২৭ ফেব্রুয়ারি ২০২১

আপডেট: ২২:২৩, ২৭ ফেব্রুয়ারি ২০২১

উপরওয়ালা আছে তিনিই সবকিছুর বিচারক: আইভী

উপরওয়ালা আছে তিনিই সবকিছুর বিচারক: আইভী

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘আমাকে ভূমিদস্যু বলুক আর যাই বলুক। হিন্দু ভাইদের ক্ষেপাক আর যাই করুক। হেফাজত আমাকে নাস্তানাবুদ করার চেষ্টা করেছে। উপরওয়ালা আছে তিনিই সবকিছুর বিচারক।’

শনিবার (২৭ ফেব্রুয়ারি) নাসিকের ২০ নম্বর ওয়ার্ডে মাহমুদনগর এলাকায় ৪ কোটি ৭৬ লক্ষ টাকা ব্যয়ে মাহমুদনগর সেতু এবং এক কোটি ২৩ লাখ ব্যয়ে কবরস্থান নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলে।

তিনি বলেন, ‘আমি যখন এখানে ব্রিজ উদ্বোধন করছি ঠিক এই মূহুর্তে রাইফেল ক্লাবে আমার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন হচ্ছে যে, আমি নাকি ভূমিদস্যু। প্রধানমন্ত্রী ৬৪টি জেলায় ৫৬০টি মডেল মসজিদ উপহার দিচ্ছেন। নারায়ণগঞ্জে শহরে একটি, বন্দরে একটি, সিদ্ধিরগঞ্জে একটি আছে। মন্ডলপাড়া ওয়াকফ করা জায়গায় সিটি কর্পোরেশনের সহায়তা নিয়েই কাজটি হচ্ছে। আমিই এটির উদ্বোধন করেছি। এবং আমি এটি কেন উদ্বোধন করলাম এটিই হলো আমার চরম অপরাধ। ওয়াকফ জায়গায় আমি ইসলামিক ফাউন্ডেশনকে কেন বললাম এখানে মসজিদটি করেন সেটিই হয়ে গেছে আমার অপরাধ। প্রধানমন্ত্রী এত সুন্দর মসজিদ উপহার দিচ্ছেন তা আমরা দেখছি না। শত্রুতার কারণে মেয়র আইভীকে ভূমিদস্যু বানাতেই হবে এজন্য কত ধরনের চক্রান্ত।’

তিনি বলেন, ‘এর আগে হিন্দু ভাইদের নিয়ে অনশন করেছে। পুকুর নাকি নিয়ে গেছি। সে পুকুর কিনেছে ২০-২৫ জন। ওইখানে দেবোত্তর সম্পত্তি ৮ একরের উপরে। আমার নানা কিনেছে ৪ একর। বাকি সম্পত্তি কই গেলো? বাকি সম্পত্তি হিন্দু, মুসলিমরা মিলেই কিনেছে। তাদের কথা কেউ বলে না। কিন্তু আমাদের মাননীয় সাংসদ যার উন্নয়নের দিকে ও কাজকর্মের দিকে খেয়াল নাই। মেয়র আইভী কি করলো তা নিয়া তার মাথা ব্যথা। তার মানে নিশ্চয় আমি মাথা ব্যথার কোন কারণ। তার মাথা ব্যথার কারণটা হলো আপনাদের ভালোবাসা।’

এ সময় উপস্থিত ছিলেন নাসিকের ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল আহম্মেদ সাগর, ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গোলাম নবী মুরাদ, নারী কাউন্সিলর শিউলী নওশাদ, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নূর হোসেন প্রমুখ।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়